Home Featured Transgender Candidate : দিল্লির মিউসিপালিটির ভোটে দাঁড়িয়ে জিতলেন প্রথম যৌন রূপান্তরকামী প্রার্থী

Transgender Candidate : দিল্লির মিউসিপালিটির ভোটে দাঁড়িয়ে জিতলেন প্রথম যৌন রূপান্তরকামী প্রার্থী

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দিল্লি মিউনিসিপাল ভোটে তিনি কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন ছ হাজারেরও বেশি ভোটে। এই প্রথম রূপান্তরকামী প্রার্থী হিসেবে দিল্লির মিউনিসিপাল ভোটে জিতেছেন ববি কিন্নর (Transgender Candidate)। তিনি দাঁড়িয়েছিলেন আপের (APP) প্রার্থী হিসেবে। সুলতানপুরী ৪৩ এ ওয়ার্ডে জেতার পর ববি জানান, তিনি এই জয়কে ভোটে তাঁর হয়ে লড়াই করেছেন, তাঁদের উৎসর্গ করছেন। তিনি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চান। তাঁর এলাকায় উন্নয়নের জন্য কাজ করার কথা ডানান নবনির্বাচিত কাউন্সিলর। সুলতানপুরী এলাকায় ববি পরিচিত মুখ।

২০১৭ সালে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন। আন্না হাজারের আন্দোলনের সময় আপের সঙ্গে যুক্ত হন। এর আগে সংবাদমাধ্যমকে ববি জানিয়েছিলেন লিঙ্গ পরিচয়ের জন্য তিনি কীভাবে বৈষম্যের শিকার হয়েছিলেন। তিনি যখন কিশোরী ছিলেন তখন তাঁকে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষেরা তাঁকে নিয়েছিলেন। তারপর বিয়েবাড়িতে নর্তকী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেখানেই সামাজিক কাজকর্মে নিজেকে যুক্ত করেন এবং রাজনীতিতে যোগ দেন। গত পনেরো বছর ধরে আপের এই কাউন্সিলর হিন্দু যুব সমাজ একতা আওয়াম অ্যান্টি টেরোরিজম কমিটির দিল্লি শাখার সভানেত্রী রয়েছে ববি। এর আগে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন তিনি তৃতীয় লিঙ্গ সমাজের একজন হয়ে রাজনীতিতে আসতে চান। এখন তাঁর সমাজের মানুষজন রাজনীতি থেকে দূরে থাকতো। তাঁর সমাজে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন। তিনি চান ওইসমস্ত মানুষ রাজনীতিতে আসুক। তাঁরা রাজনীতিতে যোগ দিয়ে সমাজসেবা করে তাঁদের নামের শ্রীবৃদ্ধি করুক।

You may also like