Home Featured Transgender Woman: ফেসবুকে আলাপ থেকে বিয়ে, ফুলশয্যার রাতেই স্বামী জানতে পারলেন স্ত্রী যৌন রপান্তরকামী!

Transgender Woman: ফেসবুকে আলাপ থেকে বিয়ে, ফুলশয্যার রাতেই স্বামী জানতে পারলেন স্ত্রী যৌন রপান্তরকামী!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: যাকে বলে একেবারে বিনা মেঘে বজ্রপাত! দুজনের আলাপ হয়েছিল ফেসবুকে। আলাপ থেকে ঘনিষ্ঠতা। মহিলার প্রেমে পড়ে তাকে একসময় বিয়ের প্রস্তাব দেয় এক যুবক। তার প্রস্তাব প্রায় লুফে নেয় ওই মহিলা। শুরু হয় বিয়ের কথাবার্তা। তারপর সানাই বাজিয়ে ঘটা করে বিয়েও হয়ে যায় দুজনের। কিন্তু ফুলশয্যার রাতে পাত্র আবিষ্কার করে সে যাকে বিয়ে করেছে সে আসলে একজন যৌন রূপান্তরকামী (Transgender Woman) । চরম সত্যি জানার পরেই রীতিমতো মাথায় হাত পাত্রের। বুঝতে পারে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। ফুলশয্যার রাতেই বধূবেশী রপান্তরকামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চায় পাত্র। বিবাহবিচ্ছেদের কথা শুনে কয়েক লক্ষ টাকা দাবি করে রূপান্তরকামী মহিলা। দুঃখজনক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার লস্করে।

পাত্র জানায় সে কিছুদিন আগে ফেসবুকে একজন মহিলার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পায়। তারপর তার প্রস্তাব গ্রহণ করে ফোনে কথাবার্তা শুরু করে। রূপান্তরকামী মহিলাটি জানায় সে হরিয়ানায় থাকে। ঘনিষ্ঠতার পর রপান্তরকামী মহিলাটি লস্করে আসে। তারপর দুজনের মধ্যে বিয়ে হয়। কিন্তু বিয়ের রাতেই ধরা পড়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আনন্দের উৎসব পরিণত হয় দুঃখে। পুলিশ জানিয়েছে তারা এ ব্যাপারে একটি মৌখিক অভিযোগ পেয়েছে। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকের মাধ্যমে এমন অনেক ঘটনাই সবার নজরে আসে। প্রতারণার ঘটনাও ঘটে অনেক। এ নিয়ে আইন আদালত হয়েছে অনেক। তবে এই ধরণের ঘটনা খুব একটা জানা যায়নি। এর আগে জানা গিয়েছিল একজন বিবাহিতা মহিলা বিয়ের আট বছর পর জানতে পারে তিনি যাঁর সঙ্গে স্বামী হিসেবে ঘর করছেন তিনি একজন মহিলা।

You may also like