মহানগর ডেস্ক: বিগত কয়েকদিনে কাশ্মীরে (Kashmir) জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা। গত সপ্তাহে কুলগামের (Kulgam) এক হিন্দু শিক্ষিকা রজনী বালাকে হত্যা করে জঙ্গিরা (Terrorist)। জানা গিয়েছে, এবার স্কুলটির নাম পরিবর্তন করে সেই শিক্ষিকার নামেই রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভূ-স্বর্গের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, “কুলগামের গোপালপোরা হাই স্কুলের নাম বদলে রাখা হবে রজনী বালার নামে”। অন্যদিকে বৃহস্পতিবার প্রয়াত শিক্ষিকাকে শ্রদ্ধা জানাতে ভূস্বর্গের রামবান জেলার সমস্ত সরকারি স্কুলের ছাত্র ও কর্মচারীরা দু’মিনিটের নীরবতা পালন করেছেন।
Students, Staff members of Govt. Boys Higher Secondary School Banihal observed 2 minutes silence to pay tributes to late Teacher, Smt. Rajni Bala @dcramban @diprjk @OfficeOfLGJandK @infjammu@ChiefRamban @RambanPolice @ANI pic.twitter.com/6Gpl01o8kz
— Information & PR Ramban (@DIPRRambandic) June 9, 2022
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রদের এক লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন সন্ত্রাসবাদীদের হাতে নিহত শিক্ষিকা রজনী বালাকে। এদিকে সংবাদ সংস্থা এনআই সূত্রে, শিক্ষিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন মনোজ সিনহা। তাঁর বক্তব্য, ‘সরকারি স্কুলটির নাম বদলে রজনী বালার নামে রাখা হবে। যিনি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন’। মের ৩০ তারিখ ৩৬ বছর বয়সী ওই শিক্ষিকাকে গুলি করে জঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন: স্তন ক্যান্সারে আক্রান্ত মহিমা চৌধুরী, অভিনেত্রীর লড়াইকে কুর্নিশ জানালেন অনুপম খের
ওই ঘটনার দু’দিন পরই আবার এক ব্যাঙ্ক ম্যানেজারকে একইভাবে গুলি করেছে সন্ত্রাসবাদীরা। সাম্প্রতিককালে ভূস্বর্গে যে ধরনের ঘটনা ঘটে চলেছে, তাতে আতঙ্কিত কাশ্মীরিরা। বারবার অ-মুসলিমদের নিশানা করছে জঙ্গিরা। প্রাণের ভয়ে কাশ্মীর ছেড়ে পালাতে চাইছে অনেকেই। আঙুল উঠেছে কেন্দ্রীয় সরকারের দিকে। তাই এবার জঙ্গি-দমনে সক্রিয় ভূমিকা নিচ্ছে সেনা সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। খতম করা হয়েছে জেহাদি কমান্ডারদের। পাকড়াও হয়েছে এক হিজবুল মুজাহিদীন জঙ্গি।