Home Entertainment Trp : ফের রদবদল টিআরপি তালিকায়, মিঠাইয়ের মত আস্তে আস্তে করে ছিটকে যাচ্ছে গাঁটছড়া

Trp : ফের রদবদল টিআরপি তালিকায়, মিঠাইয়ের মত আস্তে আস্তে করে ছিটকে যাচ্ছে গাঁটছড়া

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : চলতি সপ্তাহে টিআরপি তালিকার সব থেকে বড় চমক দিয়েছে জগদ্ধাত্রী। বেঙ্গল টপ হয়েছে সে। দুই তিন নম্বরে নিজের জায়গা বরাবর ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে এবার বেঙ্গলটপার হয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। পাশাপাশি জোরদার নিজের জায়গা ধরে রাখছে অনুরাগের ছোঁয়া। সূর্য এবং দীপার মধ্যে যত দূরত্ব বাড়ছে ততোই টিআরপি তালিকা তে উপরের দিকে উঠছে এই ধারাবাহিক।

একদিকে যেমন জি বাংলা এগিয়ে রয়েছে তেমনি স্টার জলসার ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় সমানে সমানে। কেউ যেন কাউকে এক ফোটা জমি ছাড়তে নারাজ। তবে সে দিক থেকে দেখতে গেলে স্টার জলসার কপালটা একটু হলেও ভালো। অন্যদিকে গাঁটছড়ার ভাগ্য পুরেছে। টিয়ার পিক তালিকা তে নামতে নামতে প্রায় ছয় নম্বরে জায়গা হল এই ধারাবাহিক। ঠিক এক ধাপ পিছিয়ে রয়েছে মিঠাই। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে রয়েছে।

প্রথম- জগদ্ধাত্রী (৮.০)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৯)

তৃতীয়- ধুলোকণা (৭.৩)

চতুর্থ- আলতা ফড়িং (৭.১)

পঞ্চম- এক্কা দোক্কা (৬.৭)/ খেলনা বাড়ি (৬.৭)

ষষ্ঠ- গাঁটছড়া (৬.৬)/মাধবীলতা (৬.৬)

সপ্তম- নবাব নন্দিনী (৬.৪)/ গৌরী এলো (৬.৪)/মিঠাই (৬.৪)

অষ্টম- সাহেবের চিঠি (৬.১)

নবম- হর গৌরি পাইস হোটেল (৫.৪)

দশম- পিলু (৪.৯)

You may also like