Home Entertainment TRP List : কোথায় খড়ি কোথায় মিঠাই? বাংলা কাঁপাচ্ছে গৌরী, দেখুন কে কোথায় দাঁড়িয়ে

TRP List : কোথায় খড়ি কোথায় মিঠাই? বাংলা কাঁপাচ্ছে গৌরী, দেখুন কে কোথায় দাঁড়িয়ে

by Oindrila Chakraborty
TRP List : কোথায় খড়ি কোথায় মিঠাই? বাংলা কাঁপাচ্ছে গৌরী, দেখুন কে কোথায় দাঁড়িয়ে

মহানগর ডেস্ক : আজ বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ধারণের পালা। একই সঙ্গে দুরুদুরু বুকে বসে থাকেন ধারাবাহিক প্রেমীরা। কার ধারাবাহিক কিছুটা এগিয়ে গেল কিংবা কার ধারাবাহিকের নামে উঠলো না টিআরপির তালিকায় এই নিয়ে চলে টেনশন। তবে এবারেও কপাল ফিরল না মিঠাই রানীর। টানা 56 বার বেঙ্গল পেপার হয়েও টিআরপির তালিকায় ধুঁকছে মোদক পরিবার। এবারে তো সাত নম্বরে ও জায়গা হল না তাদের। অন্যদিকে খেলা ঘুরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গৌরী।

এই সপ্তাহেও সবাইকে ছাপিয়ে বেঙ্গল টপার গৌরী এলো। ঘোমটা কালীর আশীর্বাদী হাত বোধহয় ঈশান- গৌরীর মাথায় রয়েছে। তবে বাদ যাচ্ছেনা জগদ্ধাত্রী। সবাইকে ছাপিয়ে দুই নম্বরে নিজের জায়গা করল। অন্যদিকে তৃতীয় স্থানে উঠে এলো ধূলোকণা। সামান্য পিছিয়ে সিংহ রায় পরিবার পৌঁছলো চার নম্বরে। তবে এবার সবাইকে চমকে দিয়ে সেরা পাঁচে জায়গা করে নিল খেলনা বাড়ি। জি বাংলার এই ধারাবাহিক এতটা উন্নতি করল।

প্রথম- গৌরী এলো (৭.৫)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)

তৃতীয়- ধুলোকণা (৬.৭)

চতুর্থ- গাঁটছড়া (৬.৫)

পঞ্চম- খেলনা বাড়ি (৬.১)

ষষ্ঠ- আলতা ফড়িং (৫.৯)

সপ্তম- মাধবীলতা (৫.৮)

মিঠাই (৫.৮)

অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৭)

নবম- নবাব নন্দিনী (৫.৪)

দশম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৩)

তবে চ্যানেলগুলি যেভাবে নতুন ধারাবাহিক আনতে ব্যস্ত অন্যদিকে দিনের-পর-দিন মিঠাইয়ের খারাপ ফল। স্বাভাবিকভাবেই চিন্তার মাছ দেখা দিচ্ছে মিঠাই প্রেমীদের কপালে। জি বাংলায় নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র প্রোমো এখন অব্দি সামনি এসে গিয়েছে। ফলে আগামী দিনের লড়াইটা যে জোরদার হতে চলেছে তা বোঝাই যাচ্ছে।

You may also like