মহানগর ডেস্ক : এই সপ্তাহেতেও জগদ্ধাত্রী জয়জয়কার। স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী রসায়নে মিলেমিশে একাকার দর্শকদের মন। পরপর দু সপ্তাহ সিংহাসনে শুধু জ্যাসের কারিশমা। সারা সপ্তাহের ধারাবাহিক গুলির গড় নম্বর হাজির।
এবারেও প্রথম স্থান বজায় রাখল জগদ্ধাত্রী। বরং সামান্য জায়গা নিয়ে পিছিয়ে গেল অনুরাগের ছোঁয়া। নাটকীয়ভাবে জগদ্ধাত্রী স্মৃতিতে যে সিঁদুর তুলে দিল স্বয়ম্ভুর তাতেই এই ধারাবাহিক জিতে নিয়েছে দর্শকদের মন। আগের সপ্তাহে বেশ কিছুটা নম্বর কমে গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের। অনিশ্চয়তা টানা পড়েন কি দর্শকের পছন্দ? অন্তত এই ধারাবাহিকের গল্প সেটাই বলছে। নিজের সন্তান মনে করে অবশেষে তাকে কোলে নিয়েছে সূর্য সেই দৃশ্য দেখার পরই নাকি আগ্রহ কমে গিয়েছে দর্শকদের। তবে নিজের জায়গা ধরে রেখেছে আলতাফড়িং বেশ কয়েক সপ্তাহ জুড়ে তাদের রেটিং চোখে পড়ার মতো বেড়েছে।
তবে এবার পালাবদল ঋদ্ধি খড়ির প্রেমে। টিআরপির লড়াই তে যে তারা আবার ফিরছে সেই আভাস পাওয়া গেল এই সপ্তাহেতেই। আবার সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে গাঁটছড়া একা নয়। একই সঙ্গে রয়েছে আরও চারটে ধারাবাহিক। অন্যদিকে নতুন শুরু হওয়া ধারাবাহিক নিম ফুলের মধু দৌড়ে কিছুটা পিছিয়ে রয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে রয়েছে…
প্রথম- জগদ্ধাত্রী
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া
তৃতীয় -আলতাফড়িং
চতুর্থ -খেলনা বাড়ি, ধূলোকণা, গাঁটছড়া ,গৌরী এলো
পঞ্চম- নিম ফুলের মধু
ষষ্ঠ- এক্কা দোক্কা, মিঠাই
সপ্তম- সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা
অষ্টম- নবাব নন্দিনী
নবম -হরগৌরী পাইস হোটেল।