মহানগর ওয়েবডেস্ক: সম্প্রতি বালবোয়া লুকে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ নিজের এই অবতার নিজেই ট্যউইট করেন তিনি৷ তবে নীচে কোনও ক্যাপশন নেই৷ সামনের বছর মার্কিন জাতীয় নির্বাচন৷ তার আগে তাঁর বরুদ্ধে শুরু হয়েছে ইমপিচমেন্ট প্রক্রিয়া৷রাজন্যৈতিক মহলের ্ধিকাংশের দারণা নিজেকে বালবোয়ার মতো শক্তিশালী বোঝাতেই ট্রাম্পের এমন লুক৷
সেই কঠিন পেশী। পেটানো চেহারা। আর সেই দাঁড়ানোর স্টাইল। শুধু মুখের দিকে নজর গেলেই পার্থক্যটা বোঝা যাচ্ছে! কাল্পনিক চরিত্র বক্সার রকি বালবোয়ার বেশে ট্রাম্পের নতুন ছবি টুইটারকে তোলপাড় করে দিয়েছে।নিজের এমন বিকৃত ছবি নিজেই পোস্ট করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ট্যুইটারকে মনে করিয়ে দিয়েছেন, সিলভারস্টার স্ট্যালনের ‘রকি ‘ ছবির কথা। যে ছবিতে বক্সারের বেশে সিলভারস্টার জিতে নিয়েছিলেন দর্শকের মন। আর সেই ছবির প্রধান চরিত্রকে নিয়ে ট্রাম্প আচমকা এমন ছবি পোস্ট করায় খিল্লি, কটাক্ষে লুটোপুটি খাচ্ছে সোশ্যাল মিডিয়া।
মার্কিন প্রেসিডেন্ট এখন ইম্পিচমন্টের তদন্তের মুখে। এরমধ্যে আগামী বছর মার্কিন নির্বাচন নিয়েও সেদেশের রাজনীতি সরগরম। এমন সময়ে কেন ট্রাম্প এরকম একটি ছবি পোস্ট করলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ ছবির সঙ্গে কোনও ট্যাগলাইন নেই।ইতিমধ্যেই ছবিতে ৪.৫ লাখ লাইক, ১.৩৪ লাখ রি টুইট হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া । প্রশ্ন উঠছে মার্কিন প্রেসিডেন্ট যখন একসঙ্গে এতদহুলি চাপের মুখে তখন তিনি এই ছবি দিয়ে কি নিজের ‘শক্তিশালী’ ভাবমূর্তিকে তুলে ধরতে চাইলেন? উত্তর দেবে ভাবীকাল৷