Home Featured Turki Jail: যৌনতা প্রচারের সাজা ৮৬৫৮ বছরের কারাবাস! টিভি উপস্থাপক সহ ১০ জনকে সাজা তুর্কির আদালতের

Turki Jail: যৌনতা প্রচারের সাজা ৮৬৫৮ বছরের কারাবাস! টিভি উপস্থাপক সহ ১০ জনকে সাজা তুর্কির আদালতের

by Arpita Sardar

মহানগর ডেস্ক: দোষ করলে সাজা মিলবেই, আদালত এমন অনেক ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে। কিন্তু তুর্কির (Turkey) রাজধানী ইস্তানবুলের একটি আদালতের আসামিদেরকে দেওয়া নিধান দেখে চক্ষু চড়কগাছ সবার। বিশ্বজুড়ে কার্যত চর্চা শুরু হয়েছে সে দেশের দশজন ব্যক্তিতে ৮৬৫৮ বছরের (8658 Years) কারাবাস (Jail) সাজা নিয়ে।

সরকারি সূত্রের খবর, ওই দশজনকে প্রথমবার ১ হাজার বছরের কারাবাসের সাজা শুনিয়েছিল ইস্তানবুলের নিম্ন আদালত। কিন্তু উচ্চ আদালত বুধবার সেই সাজার মেয়াদ বাড়িয়ে করেছে ৮৬৫৮ বছর।

উল্লেখ্য, মূল অভিযুক্ত (Sex Cult Leader) একজন তুর্কির একটি জনপ্রিয় টিভি শো-এর পরিচালক। তার নাম আদনান ওক্তার। তার বিরুদ্ধে টিভি শো-তে এসে সরাসরি অশ্লীল দৃশ্য প্রচারের অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়। তাঁর বিরূদ্ধে ওঠা যৌন উৎপীড়ন-সহ মহিলাদের সঙ্গে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগও প্রমাণিত হয়েছে। আর দীর্ঘদিন ধরেই আদনান ওক্তারের এইসব অশালীন ও দুর্নীতি মূলক কার্যকলাপ প্রসঙ্গে তুর্কিতে বিরোধিতা শুরু হয়। এমনকি তার বিরুদ্ধে ধর্মীয় সংগঠনগুলির ক্ষিপ্ততা বাড়তে শুরু করে। এরপর তাকে ২০১৮ সালেই তুর্কির জেলে বন্দি করা হয় তাঁকে, এবারে বাকি অপরাধীদের সাজা শোনাল তুর্কি আদলত, যারা আদতে ওই টিভি চ্যানেলের মালিক তথা আদনানের সহযোগী।

You may also like