Home Featured Tweeter Users Switched Over To Mastodone : বড্ড ছড়ি ঘোরাচ্ছেন এলন মাস্ক, টুইটার ছেড়ে দল দলে মাস্টোডোনে নাম লেখাচ্ছেন ইউজাররা

Tweeter Users Switched Over To Mastodone : বড্ড ছড়ি ঘোরাচ্ছেন এলন মাস্ক, টুইটার ছেড়ে দল দলে মাস্টোডোনে নাম লেখাচ্ছেন ইউজাররা

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: টুইটারের মালিক হওয়ার পর থেকে এলন মাস্ক ছড়ি ঘোরাতে শুরু করেছেন। ব্লু টিকের জন্য ধার্য করেছেন মাসে আট ডলার। তাছাড়া আরও অনেক নয়া নিয়ম এনেছেন। যার দরুণ দলে দলে ইউজার টুইটার ছেড়ে যোগ দিতে শুরু করেছেন আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মাস্টোডোনে (Tweeter Users Switched Over To Mastodone)। প্রতিদিনই টুইটারে তিতিবিরক্ত হাজার হাজার ইউজার নাম লেখাচ্ছেন ওপনে সোর্স সোশ্যাল নেটওয়ার্কে (Open Source Social Media)। গত মাসের আঠাশ তারিখে টুইটার কিনে নেন এলন মাস্ক। তারপর থেকেই মাস্টোডোনে চার লক্ষ উনআশি তিনজন নতুন ইউজার যোগ দেন। ফলে মাসে নতুন ইউজারের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি। এই সূত্রে মাসে মাস্টোডোনে অ্যাকটিভ ইউজারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ লক্ষেরও বেশি। মাস্টোডোনের লিড ডেভেলপার ও সিইও এউগেন রোচকো তাঁর নিজের মাস্টোডোন অ্যাকাউন্টে এ খবর জানিয়েছেন।

অবশ্য কিছুটা বিনয় করে রোচকো জানিয়েছেন টুইটারের দৈনিক দুশো আটত্রিশ মিলিয়ন অ্যাকটিভ ইউজারের তুলনায় মাস্টোডোনের ইউজারের সংখ্যা খুবই সামান্য। তবে মাস্ক টুইটার কেনায় সেই ২০১৬ সাল থেকে অপেক্ষা করার পর কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে জার্মানের অলাভজনক এই ওপেন সোর্স নেটওয়ার্ক। সিইও বলেন তিনি ভাবছেন না মাস্টোডোন বা ফেডিভার্স আগে কখনও এরকম সাড়া পেয়েছে। তবে সবার কাছে সুযোগ হিসেবে এটা একটা ঘটনা যে সোশ্যাল মিডিয়া অন্যভাবেও করা যায়। এটি একটি প্রোটোকল হিসেবেই কাজ করছে, কোনও একটি সংস্থার অধীনে চলে না। টুইটারের হাতবদল হওয়ার পরপরই গুগলে মাস্টোডোন সার্চ হু হু করে বেড়ে যায়। বিশেষ করে ইউরোপে, যেখানে সোশ্যাল মিডিয়া রয়েছে। নতুন উৎসাহীদের চাপে মাস্টোডোন প্ল্যাটফর্মে বিস্তর চাপ পড়ে। সিইও কবুলও করেন তিনি এই চাপে বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন। তাঁর কথায়, যখন দেখা যাবে আপনার কাজ চূড়ান্তভাবে সিরিয়াসলি নেওয়া হচ্ছে, তখন বারো থেকে চোদ্দ ঘণ্টা সবকিছু করতে তাঁকে দিতে হচ্ছে। তবে সবকিছু নিজের হাতে করায় ইউজারদের পরিষেবা দিতে দেরি হওয়ায় ক্ষমাও চেয়েছেন তিনি।

You may also like