Home Featured SABUJ SATHI : ১২ লক্ষেরও বেশি পড়ুয়াকে সবুজসাথীর সাইকেল বিলির ঘোষণা সরকারের

SABUJ SATHI : ১২ লক্ষেরও বেশি পড়ুয়াকে সবুজসাথীর সাইকেল বিলির ঘোষণা সরকারের

by Arpita Sardar
sabuj sathi, state government, students cycle, panchayet election

মহানগর ডেস্কঃ সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই রাজ্য সরকারের মুক্ত হস্ত। নবান্ন থেকে নির্দেশ আগামী তিন মাসের মধ্যে ১২ লক্ষেরও বেশি পড়ুয়াকে সবুজ সাথীর সাইকেল পৌঁছে দেওয়ার জন্য। মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে সমস্ত জেলাকে এইরকম নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।

সবুজ সাথী পোর্টালে নথিভুক্ত করা হয় পড়ুয়াদের নাম। এবার সবুজ সাথীর অষ্টম দফায় দেওয়া হবে ১২ লক্ষ ২৭ হাজার ৪৮৭ টি সাইকেল। সাধারণত নবম শ্রেণির ছাত্রদের জন্য এই প্রকল্প। নবান্নের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, সাইকেল বিলির প্রক্রিয়া শুরু করে দিতে হবে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে। এই কাজ সম্পূর্ণ করতে হবে আগামী তিন মাস অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে।

রাজ্যের ৮ হাজার ৭৬৩ টি স্কুলকে মোট ৬১৫ টি পয়েন্ট থেকে সাইকেল গুলি পৌঁছে দেওয়া হবে। নবান্নের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, প্রত্যেক স্কুল যেন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সাইকেল পেয়ে যায়। এর ফলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই গোটা বিষয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সূত্রের খবর, ইতিমধ্যেই বাঁকুড়ায় সাইকেল বিলির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এমনিতে রাজ্যের পড়ুয়ারা সাধারণত সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে থাকেন মার্চ-এপ্রিল মাসে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে আগেভাগে প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ একবার ভোটের দিন ঘোষণা করা হলে সাইকেল বিলির প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে ।

You may also like