মহানগর ডেস্ক: পুরুষ একজন (One Man)। তার প্রেমে হাবুডুবু দু”জন। দুজন আবার দুই যমজ বোন। একইসঙ্গে বড় হয়েছে তিনজন। আশ্চর্য ঘটনাটির শুরু এখান থেকেই। তিনজন বড় হওয়ার পর গল্প মোড় নিতে লাগল নতুন দিকে, যে ঘটনা নিয়ে তোলপাড় নেটদুনিয়া (Twin Sister Married Same Man)। এমনকী থানাপুলিশ পর্যন্ত ঘটাল বিষয়টি। বড় হয়ে দুই বোন চাকরি পান বেশ ভালো জায়গায়। দুজনেই কম্পিউটর ইঞ্জিনিয়ার। ততদিনে দুই বোন পুরুষটির প্রেমে মজে গিয়েছেন খুব ভালোভাবে। এরপর যা ঘটালেন, তা রীতিমতো অভাবনীয়। ঠিক করলেন তাঁরা বিয়ে করবেন একই প্রেমিক পুরুষকে, যার জন্য দুজন একেবারে ছোট থেকে মনে মনে পাগল হয়েছেন। যদিও এরকম বিয়ের কথা কোনওদিন কেউ কখনও ভাবতে পারে না। তবে এরকমই অভাবনীয় বিয়ের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুর মালসিরাস তালুকে।
আশ্চর্য ঘটনা এমন অদ্ভুত বিয়ের অনুমতি দিয়ে দিল পরিবারও। এরপর ধুমধাম করে বিয়ে হল অখলুজ গ্রামে। যমজ দুই বোনের নাম পিঙ্কি আর রিঙ্কি। পেশায় দুজনেই কম্পিউটর ইঞ্জিনিয়ার। বিয়েতে হল রীতিমতো এলাহি আয়োজন। চোখ কপালে তোলা বিয়ের ভিডিও টুইটারে পোস্ট করেছে @আইএমবিবেকগুপ্তা, যা ইতিমধ্যেই বারো হাজারেরও বেশি ভিউ হয়েছে। পাত্রের নাম অতুল। একইবাড়িতে তিনজন একসঙ্গে বড় হয়েছেন। দুই বোনের মনের কথা জানার পরেই যমজ দুই বোনের বাবা-মা যোগাযোগ করেন অতুলের সঙ্গে। কিছুদিন আগে রিঙ্কি-পিঙ্কির বাবা মা মারা যান। দুই বোনের মা যখন অসুস্থ হন,তখন অতুলের গাড়ি করে তাঁরা মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসেন। তখনই দুজনের সঙ্গে অতুলের ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই তাঁকে দুজন বিয়ের সিদ্ধান্ত নেয়। যদিও এটি পারস্পরিক সম্মতিতেই বিয়ে, তবে অনেকেই এর আইনি বৈধতা এবং নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে এই বিতর্কিত বিয়ে নিয়ে সোলাপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।