Home Entertainment TWITTER : টুইটারে ফের কর্মী নিয়োগের সিদ্ধান্ত এলন মাস্কের

TWITTER : টুইটারে ফের কর্মী নিয়োগের সিদ্ধান্ত এলন মাস্কের

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ সম্প্রতি টুইটার কিনেছেন এলন মাস্ক। এরপর থেকেই নিয়মিত খবরের শিরোনামে রয়েছেন এই ওয়েবসাইট অধিগ্রহণের পর থেকেই তা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের এই ধনীতম ব্যক্তি। টুইটারের সিইও পদে বসে প্রায় ৫০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন ধনকুবের। যদিও পুরনো কর্মীদের সরিয়ে নিয়া নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।

সম্প্রতি একটি টুইট বার্তায় তিনি কোম্পানির নয়া ইঞ্জিনিয়ার নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। এলন মাস্ক জানিয়েছেন, বিশ্বমানের ইঞ্জিনিয়াররা টুইটারে যোগ দিয়েছেন। সম্প্রতি প্রায় অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল টুইটার। এর পরপরই কর্মীরা অভিযোগ করেছিল তাঁদের অতিরিক্ত কাজের ভার। কর্মীর অভাব অনুভব করেই ফের নিয়োগের সিদ্ধান্ত নিল মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি।

রবিবার এক টুইটে সংস্থায় নতুন নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন এলন মাস্ক। তিনি জানিয়েছেন, নতুন টুইটারকে এভরিথিং অ্যাপ হিসেবা প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

জানা যাচ্ছে, যে সব ইঞ্জিনিয়ারের কোডিং জানা আছে, তাঁদের সকলকেই ডেকে পাঠিয়েছেন এলন। তিনি এমনও জানিয়েছেন, কোম্পানির মধ্যে অনেক কিছুই প্রথম থেকে শুরু করার প্রয়োজন রয়েছে। যে সব কর্মী কোম্পানির হার্ডকোর কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে তাঁদেরই কোম্পানিতে থেকে যেতে বলেছেন এলন। এক অফিস থেকে কাজ না করে ইঞ্জিনিয়ারদের বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে কাজও শুরু করার ভাবনাও তিনি জানিয়েছেন। তাঁর মতে, জাপান, ইন্দোনেশিয়া, ভারত ও ব্রাজিলের অফিস থেকে একসঙ্গে কাজও করতে পারবেন কর্মীরা।

এলন মাস্ক দাবি করেছেন, জনপ্রিয়তার নিরিখে সর্বকালীন রেকর্ড তৈরি করেছে টুইটার। একইসঙ্গে টুইটারকে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে তৈরির ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি এলন মাস্ক জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রোজগারের উপায় হয়ে উঠতে চায় টুইটার।

You may also like