মহানগর ডেস্কঃ টুইটারের মাধ্যমেও ব্যবহারকারীরা অর্থ উপার্জনের সক্ষম হবেন। টুইটারে মালিক ইলন মাস্ক সম্প্রতি এই বিষয়টিই জানিয়েছেন। মাস্ক জানিয়েছেন, ধীরে ধীরে ব্যবহারকারীরা এতে লং ভিডিও আপলোড করতে পারবেন। এর জন্য টুইটার তার মানিটাইজেশনের উপর কাজ করছে। টুইটারের মানিটাইজেশনের সিস্টেম ইউটিউবের মানিটাইজেশনের চেয়ে উন্নততর হবে বলে দাবি করেন মাস্ক। পাশাপাশি মাস্ক দাবি করেন, এতে কন্টেন্ট ক্রিয়েটররাও অনেকটাই উপকৃত হবেন। কারণ এতে ভিডিও ছাড়াও অন্যান্য কন্টেন্টও যাবে।
প্রশ্ন উঠেছিল ইউটিউবের মত মানিটাইজেশন সিস্টেম পেলেও টুইটারেই ফুল লেন্থ ভিডিও আপলোড করা যাবে কি না। মাস্ক উত্তরে বলেন, ব্লু সাবস্ক্রিপশনের জন্য আপাতত ৪২ মিনিটের ১০৮০ রিসোলিউশন যুক্ত ভিডিও গ্রহণ করছেন। এর সাহায্যে বড় বড় ভিডিওগুলোকে ভাগ ভাগ করে পোস্ট করা যাবে। পরের মাস থেকে এই সীমা নির্ধারণ বা ফিক্স করা হবে।
ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে লং ফর্ম টেক্সট যুক্ত করার বৈশিষ্ট্য খুব শীঘ্রই টুইটারে যুক্ত হতে চলেছে। কনটেন্ট ক্রিয়েট ফার্ম বা কম্পানিগুলিকে মানিটাইজেশন দেবে।
মাস্ক টুইটারে ৪৪ বিলিয়ন ডলারের নতুন চুক্তি সম্পন্ন করেছেন। এর ফলে টুইটারে নতুন নতুন অনেক সংস্করণ যুক্ত হতে চলেছে। এছাড়াও ব্লু সাবস্ক্রিপশন অনেকগুলি দেশে চালুও হয়ে গেছে। এর সঙ্গে ব্যবহারকারীদের অন্যান্য বৈশিষ্ট্যগুলির সুবিধাও দেওয়া হচ্ছে।