Home Featured Child trafficking: শিশু পাচারে এগিয়ে ২ বিজেপি শাসিত রাজ্য, পিছিয়ে নেই রাজধানীও

Child trafficking: শিশু পাচারে এগিয়ে ২ বিজেপি শাসিত রাজ্য, পিছিয়ে নেই রাজধানীও

by Anamika Nandi
Child trafficking: শিশু পাচারে এগিয়ে ২ বিজেপি শাসিত রাজ্য, পিছিয়ে নেই রাজধানীও

মহানগর ডেস্ক: শিশু পাচারে (Child Trafficking) নাকি এগিয়ে বিজেপি (BJP) শাসিত রাজ্য। যদিও শীর্ষে রয়েছে কংগ্রেস (Congress) শাসিত রাজস্থান (Rajasthan)। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় স্থানে উপস্থিত উত্তরপ্রদেশ (Uttarpradesh) ও মধ্যপ্রদেশ (Madhyapradesh)। পিছিয়ে নেই রাজধানীও। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সমীক্ষা অনুযায়ী, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে গড়ে ৮জন শিশুর প্রতিদিন নিখোঁজ হওয়ার খবর মেলে। সূত্র অনুযায়ী, প্রতিদিন নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে বেশিরভাগই থাকে মেয়ে।

মূলত NCRB-এর সমীক্ষায় জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ রাজধানী দিল্লিতে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা সব থেকে বেশি। সমীক্ষায় যে তথ্য সামনে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। যোগীরাজ্যে নাবালিকা নিখোঁজ হওয়ার সংখ্যা সব থেকে বেশি। রাজধানী লখনউ, মোরাদাবাদ, কানপুর, মেরঠ এবং মহারাজগঞ্জে প্রতিবছর নাবালিকা নিখোঁজ হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: জোর করে বন্ধ করে দেওয়া হল এক মুসলমানের দোকান, শ্রী-ঘরে হিন্দু নেতা

রিপোর্ট অনুযায়ী, ২০২১-এ রাজধানী দিল্লির আটটি জেলায় প্রতিদিন গড়ে ৫ জনের কাছাকাছি শিশু নিখোঁজ হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশে দিনে ২৯ জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। সম্প্রতি ‘ক্রাই’ নামের একটি বেসরকারি সংস্থা ২০২১-এ শিশুদের নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যাতে চোখ কপালে উঠেছে শিশু কল্যাণ মন্ত্রকের (Ministry Of Women and Child Development)। পরিসংখ্যান বলছে, ২০২১-এ মধ্যপ্রদেশ ও রাজস্থানে ছেলেদের থেকে নিখোঁজ হয়েছে বেশি মেয়েরা।

সমীক্ষা থেকে জানা গিয়েছে, মধ্যপ্রদেশে দৈনিক গড়ে ২৯ জন শিশুর মধ্যে ২৪ জন মেয়ে নিখোঁজ হয়। অপরদিকে উত্তরপ্রদেশে ৭৫টি জেলার মধ্যে ৫৮টি জেলায় শিশুদের নিখোঁজ হওয়ার সংখ্যা বেশি। ২০২১-এ সব মিলিয়ে উত্তরপ্রদেশে ২,৯৯৮ জন শিশু নিখোঁজ হয়েছে ।যাদের মধ্যে ২,১৬৩ জন মেয়ে এবং ৮৮.৯ শতাংশের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। অন্যদিকে রাজস্থানে শিশুদের নিখোঁজ হওয়া পরিমাণ ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিওবা দিল্লির পরিসংখ্যান সামনে আসেনি। তবে হিসেব বলছে, তার স্থান এই তিন রাজ্যের পরেই রয়েছে। এদিকে সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই ফের নতুন করে যোগীরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

You may also like