মহানগর ডেস্ক: মর্মান্তিক! সরকারি হাসপাতালে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ওয়ার্মারের তাপমাত্রা (Temperature Of Warmer) অতিরিক্ত বেড়ে যাওয়ায় দুই সদ্যোজাতের মৃত্যু হল রাজস্থানের ভিলওয়ারা জেলায় (Two New born Baby Died)। সদ্যোজাত শিশুদের একটি মেয়ে,অন্যটি ছেলে। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী সরকারি হাসপাতালে। হাসপাতালের নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের ওয়ার্মারের তাপমাত্রায় অতিরিক্ত বাড়ায় সদ্যোজাত শিশু দুটির মৃত্যু হয়। বুধবার মারা যায় সদ্যোজাত শিশুকন্যাটি, বৃহস্পতিবার মৃত্যু হয় ছেলেটির। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুদুটির মৃত্যুর পর ওই সময় চুক্তিভিত্তিক দুই নার্সকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে।
ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে শিশুকন্যাটির ওজন কম ছিল। অক্টোবরের পাঁচ তারিখে তাকে হাসপাতালের নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। বুধবার দুই সদ্যোজাতের মৃত্যুর পর তাদের পরিবারের লোকজন হাসপাতালে প্রতিবাদ জানানোয় তড়িঘড়ি পদক্ষেপ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এদেশে সদ্যোজাত শিশুমৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে ২০২০ সালে এই রাজস্থানেই একটি সরকারি হাসপাতালে নটি সদ্যোজাত শিশুর মৃত্যুতে প্রবল শোরগোল ওঠে। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দেন।
সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে ভারতে প্রতি ছেষট্টি সেকেন্ডে একজন সদ্যোজাতের মৃত্যু হয়ে থাকে। জন্মের প্রথম দিনে সদ্যোজাতের মৃত্যুতে বিশ্বে ভারত সবার প্রথমে রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে চিকিৎসকদের গাফিলতিতে সদ্যোজাত শিশুর ঘটনা ঘটেছে। বহু ক্ষেত্রেই সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। শিশুমৃত্যুর তদন্ত হলেও কজন দোষী শাস্তি পেয়েছে, তার খবর পাওয়া যায়নি। রাজস্থানের ঘটনায় দুই চুক্তিভিত্তিক নার্সের অপসারণেই কী চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে সদ্যোজাতদের দেখভালে অদক্ষতা দূর আদৌ হবে কিনা, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
.