Home Uncategorized Two Paramilitary Jawan Killed: একে ফর্টি সেভেন থেকে পরপর গুলি, গুজরাতে ভোটের কাজে আসা দুই জওয়ান নিহত

Two Paramilitary Jawan Killed: একে ফর্টি সেভেন থেকে পরপর গুলি, গুজরাতে ভোটের কাজে আসা দুই জওয়ান নিহত

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: সহকর্মীদের গুলিতে নিহত হলেন (Two Paramilitary Jawan Killed) আসন্ন গুজরাত বিধানসভা ভোটের (Gujarat Assembly Election) ডিউটিতে আসা দুই আধাসামরিক জওয়ান । পোরবন্দরের কাছে কর্তব্যরত থাকা ওই দুই জওয়ানকে একে ফর্টি সেভেন থেকে গুলি চালিয়ে খুন করে তাদের সহকর্মীরা। জানা গিয়েছে যে সময় ওই সহকর্মীরা গুলি চালায়, সেসময় তারা ডিউটিতে ছিল না। শনিবার বিকেলে দুপক্ষের মধ্যে গোলমাল বাধে। গোলমাল চলতে চলতে তা মারাত্মক আকার নেয়। সেইসময় মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের জওয়ানরা একে ফর্টি সেভেন থেকে গুলি চালায়। সূত্রের খবর, তারা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের জওয়ানদের সঙ্গে গুজরাতে ভোটের জন্য মোতায়েন ছিল। কী কারণে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতদের পাশাপাশি দুই জওয়ান গুলিবিদ্ধ হয়। একজনের পেটে, অন্যজনের পায়ে গুলি লাগে। তাদের প্রথমে পোরবন্দর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দেড়শো কিলোমিটার দূরে জামনগরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত জওয়ান মণিপুরের এস এনআউচাসিং। নিহত দুই জওয়ানের নাম থোউবা সিং এবং জিতেন্দ্র সিং। জখম দুই জওয়ানের নাম ছোরাজিত ও রোহিকানা। তারাও মণিপুরের বাসিন্দা। হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে এ ধরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী পয়লা ডিসেম্বর ও পাঁচ ডিসেম্বর বিধানসভা ভোট হচ্ছে গুজরাতে। এবারে মূলত ত্রিমুখি লড়াই হচ্ছে সেখানে। শাসক বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের পাশাপাশি আপও এবার লড়াইয়ে সামিল হয়েছে। ভোটের ফল বেরোবে নয় ডিসেম্বর। সেদিনই জানা যাবে গুজরাতে শাসনের রাশ কার হাতে থাকবে।

You may also like