Home National UBER: উবেরের ইলেকট্রিক গাড়ি কলকাতা সহ গোটা দেশে খুব শিগগির

UBER: উবেরের ইলেকট্রিক গাড়ি কলকাতা সহ গোটা দেশে খুব শিগগির

by Arpita Sardar
uber electric car, delhi, kolkata, pollution free

মহানগর ডেস্কঃ অটোমোবাইলের সঙ্গে যুক্ত প্রায় সমস্ত কোম্পানিই বৈদ্যুতিক গাড়ি বাজারে আনছে। ইতিমধ্যেই ওলা-র তরফে ঘোষণা করা হয়েছে যে তাদের তৈরি বৈদ্যুতিক গাড়ি দেশের মধ্যে অন্যতম দ্রুততম গাড়ি হতে চলেছে। এবার সেই তালিকাতেই আসতে চলেছে উবের সংস্থাও। পার্থক্য হল, উবের সংস্থা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুত করছে না। বরং, দেশের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক গাড়ি পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা। ইতিমধ্যেই এই পরিষেবা দিল্লিতে চালু করা হয়েছে। তবে ভবিষ্যতে তা অন্যত্রও চালু করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমান বৈদ্যুতিক গাড়ি পরিষেবা শুধুমাত্র নির্ধারিত ট্রিপের ক্ষেত্রেই দেওয়া হচ্ছে। যদিও মোট কত সংখ্যক ইভি বর্তমানে উবের সংস্থার তরফে চালানো হচ্ছে, তা প্রকাশ্যে আনা হয়নি। তবে সূত্রের খবর, সংস্থার তরফে একাধিক চারজিং কোম্পানি, গাড়ি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে, যাতে ধাপে ধাপে সুস্থায়ীভাবে গোটা প্রক্রিয়া বৃহত্তর পরিসরে শুরু করা যায়।

কোম্পানির তরফে জানানো হয়েছে, দায়িত্বশীল কোম্পানি হিসেবে উবের ভারত সরকারের কার্বন নিঃসরণ নীতি মান্য করার পক্ষপাতী। পরিবেশগত বিপর্যয়ের নিরিখে পরিবেশবিজ্ঞানীরা বারবার-ই সরব হয়েছেন কার্বন নিঃসরণ করার জন্য। সেই দিকটা বিবেচনা করেই দু চাকা, তিন চাকা বাঁ চার চাকা সব ক্ষেত্রেই অদূর ভবিষ্যতে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়িই চালানো হবে বলে জানিয়েছে এই সংস্থা।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে ইভি-র উপর বর্তমানে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন রিপোর্টে ইতিমধ্যেই ধরা পড়েছে বায়ুদূষণ যদি এখন থেকেই নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আগামী দিনে আরও বড় কোনও বিপর্যয়ের সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়। সেই কারণেই বেশি সংখ্যক ইভি রাস্তায় আনার জন্য পরিকল্পনা করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে ইভি পরিষেবা চালু করার সিদ্ধান্ত যথেষ্ট সময়োচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে ইতিমধ্যেই ১০০০ ইভি চারজিং পয়েন্ট চালু করা হয়েছে সরকারের তরফে।

You may also like