মহানগর ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। এমন পরিস্থিতিতে শনিবার ‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতেই অংশগ্রহণ করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ি চাপা দেওয়ার মন্তব্যের পাল্টা জবাব দেন। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজমা।
শনিবার দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা জুনিয়র হাই স্কুল মাঠে পঞ্চায়েত ভোটের একটি জনসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গাড়ি চাপা দেওয়ার মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেন, ‘ওই যে দিলীপ ঘোষ, উনি বলেছিলেন গাড়ি চাপা দেবেন আমাদের কর্মীদের। আমিও বলে রাখি, আমরাও তাহলে রোলার নিয়ে যাব। গাড়ি-সহ ওঁনাকে রোলার চাপা দেব।’
এখানেই শেষ নয়, তিনি দলীয়কর্মী সমর্থকদেরও সাবধান করে দিয়ে বলেন, ‘যাঁরা ভেটাগুড়ি যাচ্ছেন, তাঁদের বলছি, খুব ভাল কথা, যান। ফেরার পথে যদি গাড়ি রাস্তায় মিশে যায়, তাহলে কিন্তু কোনও রকম দোষ দিতে পারবেন না।’ উদয়ন গুহর এহেন মন্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের একটি আভাস স্পষ্ট হচ্ছে। কারণ দিনহাটার ভেটাগুড়িতে বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের।