মহানগর ডেস্কঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোট আসার আগেই রাজনৈতিক পারদ চড়ছে উত্তরবঙ্গে। এই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিতর্কিত মন্তব্য ধেয়ে আসছে। সম্প্রতি বিজেপি নেতাদের শরীরে বিচুটি পাতা লাগানো, কখনও বাঁশডলা করার নিদান দেন মন্ত্রী উদয়ন গুহ। এবার আরও একধাপ এগিয়ে মন্ত্রীর কটাক্ষ, প্রতি রাতে শোওয়ার আগে বিজেপি নেতাদের দু’ চোখে হারপিকের ড্রপ দিতে হবে। সোমবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উত্তরবঙ্গে উন্নয়ন এবং আলাদা রাজ্যের দাবি তোলা নিয়েও এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
সোমবার শিলিগুড়িতে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে শহরে বিশাল মিছিল করার আগেই সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এদিন তিনি কটাক্ষ করে বলেন, গোটা উত্তরবঙ্গ জুড়ে আলাদা রাজ্যের দাবি তোলার চেষ্টা করছেন কেউ কেউ। তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে উত্তরবঙ্গ বঞ্চিত ও অবহেলিত। তিনি দাবি করেন তাঁদের চোখ ঝাপসা হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের উন্নয়ন তাঁরা দেখতে পাচ্ছেন না। তিনি মনে করছেন বিরোধীদের চোখে ছানি পড়েছে। তবে ছানি অপারেশন না করে দু’ চোখে হারপিকের ড্রপ দিলে পরের দিন সকালে উন্নয়নটা দেখতে পাবেন বিরোধীরা।
এদিন উদয়ন গুহ দাবি করেন, নিশীথ প্রামাণিক এবং জন বার্লা সহ বিজেপি-র মদতে বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। তিনি বলেন, কোথাও আলাদা পাহাড়, কোথাও আলাদা কামতাপুর রাজ্য, কোথাও কেন্দ্রশাসিত কোচবিহার, এইভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন এলেই বিজেপি পিছন থেকে আলাদা রাজ্য তৈরি করার চেষ্টা করে বলে দাবি করেন তিনি।