মহানগর ডেস্ক: আকাশে উড়ে বেড়াচ্ছে অজানা যান ( UFO Seen In Night Sky)। কল্পবিজ্ঞানের পাতা থেকে একেবারে বাস্তবে। গত দু মাস ধরে প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) ওপরে আকাশে দেখা গিয়েছে ইউফো। এমনটাই দাবি করেছেন এক ইউফো গবেষক (UFO Researcher)। প্রাক্তন এফবিআই এজেন্ট এবং ডিসকভারি প্লাস শো-ইউফো উইটনেস শোয়ের হোস্ট বেন হ্যানসেন বেশ কিছু ছবি এবং মাঝআকাশে এয়ারট্রাফিক কন্ট্রোলের ইউফোর উড়ে যাওয়া রেকর্ডিং সংগ্রহ করেছেন। এমনটাই জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, হাওয়াইয়ান এয়ারলাইন্স ও অন্যান্য বিমানচালকেরা একাধিক আকাশযান দেখতে পেয়েছেন বলে দাবি করে জানিয়েছেন বিমান চালানোর সময় তাঁরা তাঁদের বিমানের ওপর দিয়ে উড়ে যেতে দেখেছেন।
এক প্রাক্তন সেনাবিমানের চালকও জানিয়েছেন তিনি তাঁর বিমানের ওপর দিয়ে একাধিক আকাশ যান উড়তে দেখেছেন। লস অ্যাঞ্জলিসের উপকূলের ওপর দিয়ে যাওয়ার সময় এক চার্টার বিমান চালক মার্ক হাসলি গত আঠরো আগস্ট রেডিও বার্তায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জানতে চান তাঁরা উত্তরে বেশ কিছু আকাশযানকে দেখতে পেয়েছেন এবং সেগুলি চক্কর কেটে উড়ছে। তাঁদের থেকে অনেক ওপরে সেগুলি উড়ে যাচ্ছে। তাঁদের কী এ ব্যাপারে কোনও ধারণা রয়েছে? কন্ট্রোলার অবশ্য জানিয়েছিলেন তিনি এ ব্যাপারে নিশ্চিত নন। তাঁর ঠিক তেইশ মিনিটের মাথায় হাসলি জানান তিনি সাতটি এ ধরণের আকাশযান দেখতে পেয়েছেন।
সেগুলি তাঁর বিমান থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার ফুট উঁচুতে উড়ছিল। প্রথমে অবশ্য তিনি তিনটি আকাশযানকে উড়তে দেখেছিলেন। রেকর্ড করা বার্তায় হাসলে বলেন, ওগুলি একটি বৃত্তে উড়ে যাচ্ছে। তিনি মেরিন কর্পসে এফ সিক্সটিন চালক এবং তিনি বলছেন অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এরকম কিছু কখনওই দেখেননি। গত বছর আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রক একটি নতুন বিভাগ চালু করে, যেটি নিয়ন্ত্রিত আকাশসীমায় ইউফো চিহ্নিত করার কাজে নিয়োজিত ছিল। এর আগে ওয়াশিংটনের কর্তারা জানিয়েছিলেন তাঁরা ইউফোর ব্যাপারটা ঠিকমতো ব্যাখ্যা করতে পারছেন না। তারপরই ওই বিভাগটি চালু করা হয়।