Home Featured UK PM Indian Origin Rishi Sunak? সরে দাঁড়ালেন বরিস, আজই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে ঋষি সুনাক?

UK PM Indian Origin Rishi Sunak? সরে দাঁড়ালেন বরিস, আজই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে ঋষি সুনাক?

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: লড়াই থেকে সরে গিয়েছেন বরিস জনসন (Boris Jonson)। এখন সামনে কোনও প্রতিপক্ষ নেই। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের সম্ভাবনা প্রায় উজ্জ্বল হয়ে উঠেছে (UK PM Indian Origin Rishi Sunak?)। সব ঠিকঠাক চললে লিজ ট্রাসের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন বরিস মন্ত্রিসভার বেয়াল্লিশ বছরের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক। তাঁকে স্বস্তি দিয়ে গতকালই বরিস ঘোষণা করেছিলেন তিনি টোরি নেতৃত্বের লড়াইয়ে নেই। তিন নম্বর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন পেনি মরডাউন্ট। তাঁর ভাঁড়ারে জনা সাতাশ এমপির সমর্থন। কিন্তু তাঁর লড়াই সুনাকের যাত্রাপথে সেরকম বাধার সৃষ্টি করতে পারবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সব মিলিয়ে এবং সব হিসেব ঠিকঠাক মিলে গেলে সোমবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনাক। খুব সম্ভবত সোমবারই তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে পারেন। দিন কয়েক আগে তাঁর ঘোষিত অর্থনৈতিক প্রকল্প নিয়ে ব্যাপক শোরগোলের পরই শপথ নেওয়ার পঁয়তাল্লিশ দিনের মাথায় প্রধানমন্ত্রীর কুর্সি ছেড়ে দিতে বাধ্য হন লিজ ট্রাস। যদি টোরি নেতৃত্বের রাশ নিজের হাতে নিতে পারেন,তাহলে ঋষিই হবেন ব্রিটেনে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রথম প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থার খবর, বরিস এমপিদের সমর্থন আদায় করতে রীতিমতো হিমশিম খান। কারণ এমপিদের আশঙ্কা বরিস ফের প্রধানমন্ত্রী হলে সপ্তাহখানেকের মধ্যে ব্রিটেনে রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে যাবে। পার্লামেন্টে সুনাককে সমর্থন করছেন দেড়শোজন এমপি।

ট্রাসের আগে নানা কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় বরিস জনসনকে। তাঁর জায়গায় আসেন লিজ ট্রাস। কিন্তু আর্থিক দিক থেকে বিপর্যস্ত ব্রিটেনে তাঁর অভিষেকও মধুর হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জানিয়েছেন ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি জেতার মতো জায়গায় নিজেকে দাঁড় করিয়েছেন। কিন্তু গত কয়েকদিনে তিনি দুঃখের সঙ্গে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হন যে কাজটা সহজে করে ওঠা যাবে না। বিবিসিকে তিনি জানান, সুনাকের পেছনেই তিনি রয়েছেন। ফলে সব থেকে সেরা যে কাজ, সেই কাজ অর্থাৎ তিনি মনোনয়ন তুলে নিচ্ছেন। যিনিই জিতুন, তাঁকেই তিনি সমর্থন করবেন। গত রবিবার ঋষি সুনাক এই ঘোষণা করে তাঁর প্রচার শুরু করেন যে তিনি চান অর্থনীতিকে একটা স্বস্তিকর জায়গায় তিনি দাঁড় করাতে চান এবং দেশকে ঐক্যবদ্ধ করাই তাঁর লক্ষ্য। তবে তাঁর এই লড়াইয়ের ফল জানা যেতে পারে আজই।

You may also like