মহানগর ডেস্ক: ভয়ঙ্কর দৃশ্য! চোখে দেখা যায় না এমন দৃশ্য (Unbearable Scene)। এবং সেই ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (BJP Ruled Uttar Pradesh)। যোগীরাজ্যের কুশিনগর জেলা হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছেন এক গুরুতর জখম যুবক, শরীর রক্তে ভাসাভাসি ( Youngman Lying On Floor With Severe Injury)। আর হাসপাতালে মৌরসি পাট্টা করা রাস্তার রাস্তার কুকুর রোগীর রক্ত চেটে খাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অবশ্য হাসপাতালের ছয় কর্মীকে তাড়িয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এই ভয়ঙ্কর ঘটনায় ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যোগীপ্রশাসনকে। কিছুদিন আগেই যে প্রশাসন ডেঙ্গি আক্রান্তকে প্লেটলেটের বদলে মৌসম্বির রস দেওয়ার ঘটনায় তোলপাড় হয়েছিল। গুরুতর জখম যুবকের নাম বিট্টু বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার পথদুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। তাঁকে লখনউ থেকে তিনশো মাইল দূরে ওই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
ভিডিওয় দেখা গিয়েছে ওই যুবকের মুখ ক্ষতবিক্ষত। সেখান থেকে রক্ত গলগল করে পড়ছে। মেঝেতে ছড়িয়ে পড়েছে রক্ত।হাসপাতালের ওই ওয়ার্ডে বেড খালি থাকলেও তিনি মাটিতে পড়ে আছেন। কাছাকাছি একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে। কুকুরটি মেঝেতে পড়ে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে। জেলাশাসক জানিয়েছেন, ঘটনার তদন্তের পর কর্তব্যে অবহেলার জন্য চুক্তির ভিত্তিতে নিযুক্ত এক নার্স,দুই ওয়ার্ড বয় এবং দুজন ঝাড়ুদারকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, ওই ছজনের জন্য হাসপাতালের সুনাম কালিমালিপ্ত হয়েছে। ওই ঘটনা নিয়ে এমার্জেন্সি মেডিকেল অফিসার রাজ্য সরকারের কাছে রিপোর্ট পাঠাবেন। গুরুতর জখম ওই যুবককে গোরক্ষপুরে বিআরডি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে রিপোর্টও সরকারের কাছে পাঠানো হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চিফ মেডিকেল অফিসারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। টুইট করে জানিয়েছেন,যাঁরা ওই ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।