মহানগর ডেস্ক: অক্ষয়কুমারের “গব্বর ইজ ব্যাক” ছবিটি দেখেছেন? ছবিতে আত্মীয়দের কাছ থেকে জীবিত দেখিয়ে মোটা বিল করে লক্ষ লক্ষ টাকা পাওয়ার জন্য হাসপাতালের চিকিৎসকরা মৃত ব্যক্তির চিকিৎসা চালিয়ে যাওয়ার ঘটনা দেখানো হয়েছিল (Treatment Of Dead Child Treatment)। এবার বাস্তবে সেইরকম ঘটনা সামনে এল।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের আয়ুষ্মান শিশু হাসপাতালে এগারো মাসের একটি শিশুর মৃত্যুর পরেও তাকে জীবিত দেখিয়ে চিকিৎসার নামে মোটা বিল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিশুর পরিবার ও তাদের পরিচিতরা হাসপাতালে তুলকালাম কাণ্ড ঘটায়। হাসপাতাল চত্বরে তারা প্রতিবাদে ফেটে পড়ে। ওই রাজ্যের মান্ডলার বাসিন্দা ফায়াজ খান তাঁর এগারো মাসের জ্বরে আক্রান্ত শিশুসন্তানকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে নিয়ে যায়।
পরিবারের অভিযোগ, শিশুর চিকিৎসার জন্য হাসপাতাল বিপুল অঙ্কের টাকা দাবি করে। চিকিৎসার পরেও শিশুটি সুস্থ না হওয়ায় তারা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। সেসময়ই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটি মারা গিয়েছে।
শিশু মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ শিশু মারা যাওয়ার পরেও তাকে জীবিত দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ ও চিকিৎসার জন্য দাবি করতে থাকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দেয় সেখানে। হাসপাতালের এহেন জালিয়াতি নিয়ে সরব হয়ে ওঠে মৃত শিশুর পরিবার।