মহানগর ডেস্ক: নর্দমা টইটুম্বুর করছে নোংরা জল (Coconuts Washed By Dirty Water)। শহরের সমস্ত আবর্জনা,নোংরা এসে জমা হয়েছে নর্দমায় (Sewage Water)। সেই নর্দমার জল দিয়ে ভ্যানে রাখা সারি সারি ডাব পরিষ্কার করে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে এক দোকানি। নয়ডার গৌতমবুদ্ধ নগরে তোলা ভিডিওটি এ দেশের জনস্বাস্থ্য সুরক্ষার
আসল চেহারাটা কিরকম হতে পারে, তার একটি নমুনা তুলে ধরেছে। অস্বস্তিকর ভিডিওটি পোস্ট হতেই রীতিমতো হইচই শুরু হয়েছে।
নোংরা নর্দমা থেকে জল দিয়ে নারকেল “পরিষ্কার” করার অভিযোগে ওই নারকেল বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে একটি প্লাস্টিকের পাত্রে নর্দমা থেকে নোংরা জল নিয়ে সে ভ্যানে রাখা ডাবগুলির ওপর ছিটিয়ে পরিষ্কার করে বিক্রির জন্য তৈরি হচ্ছে। ওই ডাব বিক্রির পর তা কেটে তার জল খদ্দেরদের বিক্রি করবে।
টুইটারে অস্বস্তিকর ভিডিওটি পোস্ট করে ওই বিক্রেতার কাছ থেকে ডাব না কেনার আবেদন জানিয়েছেন এক ইউজার। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই গৌতমবুদ্ধ নগর থানার পুলিশ মহম্মদ সমীর নামে ডাব বিক্রেতাকে গ্রেফতার করেছে। টুইটে পোস্ট করা ভিডিওটির পরই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ধরণের না হোক, এর আগে স্বাস্থ্যবিধি চুলোয় দিয়ে খাবার তৈরি ও বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছে।
উত্তরপ্রদেশে থুতু ছিটিয়ে রুমালি রুটি তৈরি, নর্দমার নোংরা অস্বাস্থ্যকর জল দিয়ে সবজি পরিষ্কার করে বিক্রি এবং নোংরা দূষিত জল দিয়ে চাট বিক্রির ঘটনা সামনে এসেছিল। সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘটনাগুলি সামনে আসার পর খাদ্য সুরক্ষা ও খাদ্যে দূষণের ছবি বহু মানুষকে নাড়িয়ে দিয়েছিল। এমনকী নুডলস তৈরি নিয়ে ভিডিও খাদ্য সুরক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। কয়েক বছর আগে দিল্লিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির ঘটনাও সামনে আনে।