HomeUncategorisedStolen Or Lost Mobile Tracker: চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলের হদিশ পেতে...

Stolen Or Lost Mobile Tracker: চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলের হদিশ পেতে সহায় সিএআইআর সিস্টেম!

- Advertisement -

মহানগর ডেস্ক: হারিয়ে গেলে বা মোবাইল চুরি গেলে চিন্তা করার কোনও কারণ নেই (Stolen Or Lost Mobile Tracker)। কারণ ভারত জুড়ে এ সপ্তাহ থেকে মোবাইলের হদিশ পেতে বা ব্লক করার ব্যবস্থা চালু হতে চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ সরকারি আধিকারিক এ খবর জানিয়েছেন। টেলেম্যাটিক্স বিভাগের টেকনোলজি ডেভেলপমেন্ট বডি সেন্টার সিইআইআর সিস্টেম (CEIR System) কিছু টেলিকম সার্কেলে চালু করা হয়েছে।

এই সার্কেলের মধ্যে দিল্লি,মহারাষ্ট্র,কর্ণাটক ও উত্তরপূর্ব অঞ্চল-সহ বেশ কিছু অঞ্চলে চালু হয়েছে।  সতেরো মে থেকে সিইআইআর সিস্টেম চালু করেছে টেলিকম মন্ত্রক। সিডিওটির প্রোজেক্ট বোর্ডের চেয়ারম্যান রাজকুমার উপাধ্যায় জানিয়েছেন ভারত জুড়ে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। উপাধ্যায় জানিয়েছেন, সিস্টেমটি তৈরি রয়েছে।ভারতজুড়ে  মধ্যে এই সিস্টেম চালু হয়ে গিয়েছে।

এটি সবাইকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ব্লক করা ও ট্র্যাক করার ব্যাপারটি নিশ্চিত করবে। সিডিওটি সমস্ত টেলিকম নেটওয়ার্ক জুড়ে ক্লোনড মোবাইল ফোনগুলিতে ফিচার যুক্ত করতে পারবে। অনেক আগেই ভারতে কোনও মোবাইল বিক্রি করার আগে চিহ্নিত করার ব্যাপারে পনেরো সংখ্যার আইএমইআই নম্বর জানানো ক্রেতাকে জানানো বাধ্যতামূলক করেছিল।

মোবাইল নেটওয়ার্কগুলিতে নম্বরগুলি জানতে অনুমোদিত আইএমইআই নম্বর খতিয়ে দেখতে পারার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যা তাদের নেটওয়ার্কে অনুমতিহীন মোবাইল নম্বরগুলি পরীক্ষা করার সুবিধে দেবে। সম্প্রতি কর্ণাটক পুলিশ আড়াই হাজার মোবাইল ফোন সিইআইআর সিস্টেমের সাহায্যে মোবাইলের মালিকদের হাতে তুলে দিয়েছে।

Most Popular