মহানগর ডেস্ক: কোনও হামলার প্রত্যুত্তরে জবাব দিতে জন্যে ভারত। তাই ভারতের দিকে কুনজর দেওয়ার সাহস কারও নেই। বুধবার সরাসরি চিনের নাম না করে লাদাখে চিনা আগ্রাসন নিয়ে প্রশ্ন এর উত্তরে বেশ কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। পাশাপাশি তার গলায় শোনা গেল প্রধানমন্ত্রীর প্রশংসা। ভাট বলেন, ‘নরেন্দ্র মোদীর নির্দেশনায় ভারত ত্রিক্ষেত্র- স্থল, জল, এবং বায়ু সহ সর্বক্ষেত্রেই শীর্ষে উঠেছে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অস্ত্র রফতানি প্রসঙ্গে দাবি করেন ‘দেশ থেকে বিপুল সংখ্যক যুদ্ধ এর সরঞ্জাম, রকেট, মিসাইল, ফাইটার জেট, ট্যাংক, রাইফেল এবং গোলাবারুদ সরবরাহ হচ্ছে। আগে এই দেশ অন্যদের থেকে যুদ্ধ সরঞ্জাম চাইত। এখন বিশ্ব বিস্মিত যে ভারত অন্যকে যুদ্ধ সরঞ্জাম দিচ্ছে।’ মন্ত্রীর সংযোজন, ‘প্রথমবারের মতো মোদীজির নেতৃত্বে এই দেশ শীর্ষ দেশের লিগে স্থান করে নিয়েছে। আগে কখনও এরকমটা ঘটেনি।’ উল্লেখ্য, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা সরঞ্জাম এবং অস্ত্র রফতানিকারক শীর্ষ ২৫টি দেশের মধ্যে এই প্রথম ভারত জায়গা করে নিতে পেরেছে ভারত।
প্রসঙ্গত, বুধবার অজয় ভাট ‘গ্লোবাল সামিট অন ডিফেন্স, ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনার্জি’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে উপস্থিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ব্রাজিল, ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বহু সংস্থা। মূলত প্রতিরক্ষা, পরিবহণ এবং জ্বালানি খাতে অত্যাধুনিক প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত হয় এই গ্লোবাল সামিট। এই গুরুত্বপূর্ণ সম্মেলনটিতে প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, বছর ফুরলেই ভারতের ইঞ্জিনিয়ারিং গবেষণার বাজার মূল্য হতে চলেছে প্রায় ৪২ বিলিয়ন মার্কিন ডলার।