Home Featured Nephew Of UP Minister : রেস্তোরাঁয় খাবার না পেয়ে গাড়ির ধাক্কা কর্মীদের, যোগী রাজ্যের মন্ত্রীর ভাগনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Nephew Of UP Minister : রেস্তোরাঁয় খাবার না পেয়ে গাড়ির ধাক্কা কর্মীদের, যোগী রাজ্যের মন্ত্রীর ভাগনের বিরুদ্ধে থানায় অভিযোগ

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: রেস্তোরাঁয় এসে খাবার চেয়েছিলেন মন্ত্রীর ভাগ্নে (Nephew Of UP Minister)। কিন্তু রাত তখন অনেক। রেস্তোরাঁ বন্ধ ( Restaurant Closed) হয়ে গিয়েছে। তাঁকে জানানো হয় রেস্তোরাঁ বন্ধ,তাই খাবারের ব্যবস্থা করা যাবে না। এরপর চলে যান মন্ত্রীর ভাগনে। তারপর ফিরে এসে গাড়ি চালিয়ে রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে থাকা কর্মীদের ধাক্কা মারেন (Rammed With Car) যোগী রাজ্যের মন্ত্রীর ভাগনে অমিত সাক্সেনা। সেসময় সেখানে খাচ্ছিলেন কর্মীরা।

প্রাণ বাঁচাতে খাওয়া ফেলে সেখান থেকে পালিয়ে যান কর্মীরা। এই ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ভাগনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রেস্তোরাঁর মালিকের ছেলে। তবে গাড়ির ধাক্কায় বড় কোনও অঘটন না ঘটলেও রেস্তোরাঁয় পাশে থাকা খাট গুড়ো গুড়ো হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার আগেই দলবল-সহ মন্ত্রীর ভাগনে সেখান থেকে চম্পট দেয়। প্রেমনগর থানার ইনস্পেক্টর মেহের সিং এ খবর জানিয়েছেন। তিনি জানান, মন্ত্রীর ভাগনের বিরুদ্ধে রেস্তোরাঁর মালিক নরেশ কাশ্যপের ছেলে সুশান্ত কাশ্যপের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করা হয়েছে।

কাশ্যপ অবশ্য জানিয়েছেন তিনি একজন বিজেপি কর্মী এবং এই ঘটনার পর যোগী সরকারের এক মন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে গিয়েছিলেন। তাঁর দাবি তাঁকে জানানো হয় এখন মন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না। তিনি এখন ঘুমোচ্ছেন।পরের দিন সকালে তাঁকে আসতে বলা হয়। হোটেলের নিরাপত্তা রক্ষীও জানান, মন্ত্রীর ভাগনে তিন তিনবার গাড়ির ধাক্কা দিয়ে হোটেলের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন।

You may also like