Home Featured Cyclone Mandous Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্দৌস’! বৃহস্পতি সকালে আছড়ে পড়বে আন্দামান ঊপকূলে, জানাচ্ছে মৌসম ভবন

Cyclone Mandous Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্দৌস’! বৃহস্পতি সকালে আছড়ে পড়বে আন্দামান ঊপকূলে, জানাচ্ছে মৌসম ভবন

by Arpita Sardar

মহানগর ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মান্দৌস (Mandous)। বর্ষার পর বঙ্গে যা দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে। এমনটাই জানাচ্ছেন ভারতীয় মৌসম ভবন। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ক্রমশ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর। তারপর ক্রমশ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরই বুধবার সকালে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেেশের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে।

বিষয়টি নিয়ে ভারতীয় মৌসম ভবনের সিনিয়র বিজ্ঞানী আরকে জেনামানি জানিয়েছেন, আপাতত ল্যান্ডফলের কোন পূর্বাভাস না থাকলেও মঙ্গলবার ঘূর্ণিঝড়ের পথ পরিবর্তন হবে। সেইমতোই ঘূর্ণিঝড় এর প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে আছড়ে পড়ার সম্ভাবনা স্পষ্ট হবে। তবে মৌসুম ভবন এও জানাচ্ছে
পশ্চিমবঙ্গের উপকূলের দিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় আসবে না। বরং তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব উপকূলে সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।

মৌসম ভবনের তাও জানানো হয়েছে, মঙ্গলবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় ৪০-৪৫ কিলোমিটার গতিতে হাওয়ার সঙ্গেই ঝড়বে বৃষ্টি। হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ৫৫ কিমিতে পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে।

You may also like