Midday Meal: মিড-ডে মিলের রান্না খেতে অস্বীকার ‘উচ্চবর্ণের’ পড়ুয়ার, ঘটনাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে

83
Midday Meal: মিড-ডে মিলের রান্না খেতে অস্বীকার 'উচ্চবর্ণের' পড়ুয়ার, ঘটনাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে

মহানগর ডেস্ক: মিড-ডে মিলের রান্না খেতে অস্বীকার করল উত্তরাখণ্ডের (Uttarakhand) এক স্কুলের পড়ুয়ারা। কারণ মিড-ডে মিল-এর (Midday Meal) রান্না করেছে দলিত রাঁধুনী। জানা গিয়েছে, স্কুলের ৩৭ জন পড়ুয়ার মধ্যে ৯-১০ জন আপত্তি জানিয়েছে মিড-ডে মিল খেতে। মাসখানেক আগে এরকমই একটি ঘটনা ঘটেছিল রাজ্যে। যাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছিল।

উত্তরাখণ্ডের চম্পাবৎ জেলার সুখিঢাং অঞ্চলের গভর্মেন্ট ইন্টার কলেজ নামের ওই স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, যে সকল পড়ুয়ারা খাবার খেতে অস্বীকার করেন তাদের ইতিমধ্যেই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বক্তব্য, ‘দলিত ভোজনমাতার রান্না করা মিড-ডে মিলের খাবার খেতে চাননা বেশ কয়েকজন পড়ুয়া। বরাবরই তাঁরা বাড়ি থেকে খাবার নিয়ে আসত। আমরা ওদের এদিন দলিত পড়ুয়াদের সঙ্গে বসে খাওয়ার নির্দেশ দিই। অবশেষে ওদের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে’।

আরও পড়ুন: পেট্রোল – ডিজেলের ওপর ৮ টাকা ও ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, টুইট অর্থমন্ত্রীর

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ও এমনই একটি ঘটনা সামনে আসে। ৩২বছরের সুনীতা দেবী নামের এক রাঁধুনীর রান্না করা খাওয়ার ৪০ জন পড়ুয়া খেতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত চাকরি হারাতে হয় ওই মহিলাকে। এরপরই নতুন করে বিতর্ক তৈরি হয়। এরপর ঘটনায় হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং।

পুনরায় ওই রাঁধুনিকে কাজে নেওয়া হয়। কিন্তু তাতেও পড়ুয়ারা তাঁকে বয়কট করেন। অবশেষে করোনার জেরে লকডাউন হয়ে গেলে, বিতর্ক সাময়িক কালের জন্য থেমে যায়। ফের এই ধরনের ঘটনা সামনে এসেছে। প্রসঙ্গে এক সমাজকর্মী জানিয়েছেন, “এই ধরনের ঘটনার জন্য দায়ী রাজনৈতিক দল ও সমাজ ব্যবস্থা”।