Home Entertainment Urfi Javed : মন্দ বলে লোকে বলুক…. বলুক না, উরফি এবার লজ্জা ঢাকলেন গলায় দুটো মোবাইল ঝুলিয়ে!

Urfi Javed : মন্দ বলে লোকে বলুক…. বলুক না, উরফি এবার লজ্জা ঢাকলেন গলায় দুটো মোবাইল ঝুলিয়ে!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: উরফি জাভেদ (Urfi Javed )মানেই হট-সেনসেশন! দমবন্ধ করা চমকে দেওয়া পোশাকে প্রতিবারই নিজের রেকর্ড ভাঙেন তিনি। সেই পেরেকের পোশাক থেকে একটার পর একটা শিহরণ জাগানো পোশাক পরার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছেন সবার মনে। যা তাকে ট্রোল করার জায়গায় নিয়ে আসে। কখনও তাঁর দুর্বার সাহস রীতিমতো এলোমেলো করে দেয় নেটিজেনদের। এক সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে লেখক চেতন ভগত তাঁর এমন মাথা গুলিয়ে দেওয়া স্টাইল স্টেটমেন্ট দেখে বলে উঠলেন আজ তিনি দুটো মোবাইল ঝুলিয়েছেন গলায়। আপনারা দেখেছেন ? কতলোক দেখে ফেলেছেন। এটা খবরের থেকে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। শুধু নেটিজেনরাই নন, বহু সেলিব্রিটে তাঁর বৈপ্লবিক পোশাক দেখে মাঝেমাঝেই থ হয়ে যান। তাঁর পোশাককে অনৈতিক বলেও বর্ণনা করেছেন।

কিছুদিন আগে এক হিন্দুস্থানি গৃহবধূকে উরফির ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওয় বলতে শোনা গিয়েছিল এ রকম প্ররোচনামূলক পোশাক না পরার অনুরোধ করতে শোনা গিয়েছিল। এটা ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি যদি না এসব বোঝেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জবাবে ইন্টারনেট সেলিব্রিটি কী বলেছিলেন, একটু শুনে নেওয়া যাক। তিনি জবাবে বলেন, ওহ! আপনি গালাগাল দিচ্ছেন..এটা তো ইন্ডিয়ার রেওয়াজ। আপনাদের গালাগালিতে কত মানুষ শুধরে গিয়েছে। এখন আপনি খোলাখুলি হুমকি দিচ্ছেন। জানেন আপনাকে আমি জেলে পাঠাতে পারি। অপেক্ষা করুন। লক্ষ লক্ষ মানুষের মতো আপনি কী নন। তরুণ-তরুণীরা জেলে যাচ্ছে, এটা কত ভালো মেসেজ। আপনি আপনার অর্ধেক বয়েসি কারোকে খোলাখুলি হুমকি দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় উরফির ফলোয়ার রয়েছেন বিরানব্বই হাজার। টুইটারে ফলোয়ার তিন লক্ষ আশি হাজার। তিনি ওরফি অনলাইন বলেও পরিচিত। সোস্যাল মিডিয়া অর্ধনগ্ন হয়ে কিংবা চোখ কপালে তোলা পোশাক পরে বারবারই সাড়া ফেলে দেন। এবারও সেইরকম সাড়া ফেলে দিয়েছেন তিনি। যা দেখে কেউ চোখ বুজে ফেলেছেন।
.

You may also like