Highlights |
|
|
|
মহানগর ওয়েবডেস্ক: বিধ্বংসী দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল৷ তাপমাত্রা বাড়তে বাড়তে অস্ট্রেলিয়ার বনাঞ্চলের আগুন আরও ভয়াবহ হচ্ছে ধীরে ধীরে৷ ইতিমধ্যেই সেই আগুনে মারা গিয়েছে বহু প্রাণী৷ সেই সংখ্যাটাও ছোটখাটো নয়৷ প্রায় চারশ আশি মিলিয়ন৷ তাদের পাশে দাঁড়াতেই এবার এক অদ্ভূত উদ্যোগ নিলেন আমেরিকার তরুণী৷ ভয়াবহ আগুনে অস্ট্রেলিয়ায় ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তিনি। সে জন্য নিজের ন্যুড ছবি বিক্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করছেন তিনি।
‘দ্য ন্যাকেড ফিলানথ্রপিস্ট’ নামে টুইটার হ্যান্ডল চালান বছর কুড়ির কেলেন ওয়ার্ড। সেই টুইটার হ্যান্ডলের মাধ্যমেই নিজের ন্যুড ছবি বিক্রি করছেন তিনি। টুইট করে নিজেই সেই কথা জানিয়েছেন কেলেন৷ তবে তাঁর প্রতিটি ন্যুড ছবির জন্য দিতে হবে ১০ মার্কিন ডলার।নিজের নগ্ন ছবি বিক্রি করে মাত্র দু’দিনেই সাত লক্ষ ডলার তুলে ফেলেছেন তিনি। যা ভারতীয় মু্দ্রায় প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি। এই টাকাই তিনি অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্থদের কাছে পৌছে দিতে চান কেলেন৷
ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট রয়েছে এই তরুণীর৷ তবে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ৷ কারণ এই সংস্থার কিছু করা গাউডলাইন রয়েছে৷নিজের ন্যুড ছবি পাঠিয়ে যা ভেঙে ফেলেছিলেন এই তরুণী৷ ইনস্টাগ্রাম জানিয়েছে এই অ্যাপটির মাধ্যমে যে ধরণের কাজ কেলেন করছেন তা ‘সেক্সুয়াল সাজেস্টিভ কন্টেন্ট’৷ সেজন্যই তার ইনস্টাগ্রাম প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে৷
My Instagram got deleted ?? pic.twitter.com/nBRQlByYAR
— THE NAKED PHILANTHROPIST (@lilearthangelk) January 5, 2020
My IG got deactivated, my family disowned me, and the guy I like won’t talk to me all because of that tweet. But fuck it, save the koalas.
— THE NAKED PHILANTHROPIST (@lilearthangelk) January 5, 2020
তবে কোনওরকম গাউডলাইন ভেঙেছেন বলে মনে করেন না কেলেন৷ তিনি আশাবাদী তার অ্যাকাউন্টটি ফেরত পাবেন তিনি৷