Home Featured Uttar Pradesh ATS : আল কায়দার সঙ্গে যোগ, দুই সন্দেহভাজনকে জালে তুলে নিল যোগী রাজ্যের এটিএস

Uttar Pradesh ATS : আল কায়দার সঙ্গে যোগ, দুই সন্দেহভাজনকে জালে তুলে নিল যোগী রাজ্যের এটিএস

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বসে হাড়হিম করা জঙ্গি গোষ্ঠী আল কায়দার সঙ্গে যোগাযোগ রেখে চলছিল ( Alleged Link With Terrorist Group)তারা। এমন অভিযোগে যোগী রাজ্যের সাহারানপুর এবং উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (Uttar Pradesh ATS)। ধৃত কয়েকজন আলকায়দা ও জেএমবি বাংলাদেশের সঙ্গে যোগাযোগকারীদের জেরা করে এই দুজনের খবর পায় এটিএস। তারপরই আঠাশবছরের আয়াস মহম্মদ এবং তেইশবছরের মহম্মদ হ্যারিসকে জালে তোলে তারা। ধৃত আয়াস উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা।

হ্যারিস থাকে উত্তরাখণ্ডের হরিদ্বারে। ধৃত আয়াসের কাছ থেকে এটিএস ব্যাটারি ছাড়া একটি মোবাইল ফোন এবং সিম কার্ড আটক করা হয়। হ্যারিসের হেফাজত থেকে তিনটি সিম ছাড়া মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার চারশো টাকা উদ্ধার করে এটিএস। গত মাসে উত্তরপ্রদেশের এটিএস আল কায়দা ও জামাতুল মুজাহিদিনের সঙ্গে যোগ থাকা আটজনকে গ্রেফতার করে। ধৃতরা ভারতীয় উপমহাদেশে ওই দুই জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিল। ধৃতরা হল সাহারানপুরের লুকমান,কালী মুখতার,কামিল, মহম্মদ আলিম, শাহজাদ (শামলি),মুদাস্সর, নওয়াজিস আনসারি, আলি নূর। তাদের কেউ হরিদ্বার,ঝাড়খণ্ড ও বাংলাদেশে থাকে। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা উদ্ধার করেছে এটিএস। তারা জানিয়েছে ধৃত দুজন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে তরুণদের সন্ত্রাসমূলক কাজে উৎসাহ দিয়ে যাচ্ছিল। তাদের আল কায়দা,জেএমবি জঙ্গি গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করা হচ্ছিল বলে জানিয়েছে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা।ধৃতদের বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে সাহায্য করা হচ্ছিল বলে জানা গিয়েছে।

You may also like