মহানগর ডেস্কঃ দিল্লির আফতাব কান্ডের ছায়া এবার উত্তরপ্রদেশের কানপুরে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে নাবালিকা, আর তাঁকে কেটে টুকরো করার হুমকি জারি করে যুবক। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মহম্মদ ফইজ। তাঁর বয়স ১৭ বছর। দীর্ঘদিন ধরেই ওই নাবালিকাকে উত্যক্ত করত ওই অভিযুক্ত, এমনই দাবি পরিবারের। কিছুদিন আগেই ওই যুবক নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব সরাসরি নাকচ করায় মহম্মদ ফইজ তাঁকে হুমকি দেয়, তাকে বিয়ে না করলে নাবালিকাকে খুন করে টুকরো টুকরো করে ফেলবে।
এই হুমকি একদিন বা দুদিন নয়। দিনের পর দিন এই হুঁশিয়ারি পেতে থাকেন ওই নাবালিকা। তিনি বাড়িতেও সেই মতই বিষয়টি জানাতে থাকেন। এতেই আতঙ্কিত হন নাবালিকার পরিবারের সদস্যরা। নাবালিকার পরিবার এরপরেই থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই যুবক নাবালিকাকে স্কুলে যাওয়ার পথে হয়রানি করত। বেশ কয়েকবার পরিবারের তরফে ওই যুবককে ডেকে বোঝানোও হয়েছিল পরিবারের তরফে। অথচ কোনও ভাবেই নিষেধ শুনতে রাজি হয়নি ওই যুবক।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার অভিযুক্ত ফইজকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযান চালানোর সময় অভিযুক্তের পরিবারের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ফলত আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত এই মুহূর্তে জেলে বন্দী। পুলিশের তরফে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের তরফে জানানোও হয়েছে।