মহানগর ডেস্ক : ভালো খারাপ মিলিয়ে বলিউডে দেখতে দেখতে দশ বছর পার করে ফেললেন অভিনেতা বরুণ ধাওয়ান। স্টুডেন্ট অফ দ্য ইয়ার যাত্রা শুরু করে একে একে বলিউডকে দিয়েছেন ব্লকবাস্টার সব ছবি। তবে তার মধ্যে ফ্লপের সংখ্যাও রয়েছে। যদিও সেটা হাতেগোনা।
এদিন নিজের নতুন ছবি ভেরিয়ার প্রমোশনে এসে অভিনেতা জানান দশ বছর পার করে ফেললেন বলিউডে। বরুনের কথা অনুযায়ী,’ আমি সবসময় চোখ-কান খোলা রাখি আমার দর্শকদের জন্য। তারা কি বলতে চায় তারা কি চায় আমার থেকে। আমি প্রত্যেকটা ছবিতে আমার সর্বস্ব দিয়ে কাজ করেছি। যদি সেটা দর্শক সমালোচনা করে তাহলে সেটা আমার পক্ষে ভালো। সব সময় উঠতে চেষ্টা করি। একটা সময় ছিল আমি মনে করতাম সবকিছুই তো ভালো হচ্ছে। আমার কেয়ার করার দরকার নেই। তবে এটা ভুল ছিল সেটা পরে বুঝতে পারি’।
করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ারে আলিয়া এবং সিদ্ধার্থের তিনিও যাত্রা শুরু করেছিলেন। অন্যদিকে বরুণের মত আলিয়া এবং সিদ্ধার্থ দুজনে বলিউডে দশটা বছর কাটিয়ে ফেললেন। তিনজনেই আজ তিন জনের জায়গায় সফল। অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণের নতুন ছবি ভেরিয়ার ট্রেলার। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে অপ অভিনয় করেছেন কৃতি শ্যানন। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন তিনিও।
ট্রেলার মুক্তির পর থেকেই অনুরাগীদের অন্যতম টকিং পয়েন্ট এই ছবির ট্রেলার। কারণ তার ভিএফ এক্স এতটাই নজর কেড়েছে দর্শকদের।