মহানগর ডেস্ক : কিছুদিন আগেই খবর এসেছিল ভেস্টিবুলার হাইপোফাংশন নামক এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত বরুণ ধাবান। যে কারণে কাজের চাপ কিছুটা কমিয়ে নিয়েছিলেন তিনি। মূলত স্নায়ু, অতিরিক্ত মানসিক এবং কাজের চাপের কারণে এই ধরনের রোগ দেখা যায়। অন্যদিকে খবর এসেছিল দক্ষিনী তারকা সামান্থা প্রভুও এক বিরল রোগে আক্রান্ত। অভিনেতার এই খবর আস্তে ভেঙে পড়েছিলেন তার অনুরাগীরা। তবে এবার স্বস্তি। ফের কাজে ফিরলেন বরুণ।
নিজেই সেই খবর সোশ্যাল মাধ্যমে দিয়ে জানালেন,’ বন্ধুরা যারা আমার জন্য প্রার্থনা করেছ তাদের আমি জানাতে চাই এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটা সুস্থ আছি যোগাসন, সাঁতার, ফিজিওথেরাপি এবং জীবনযাত্রার পরিবর্তন করে। অনেকটা বেশি সময় ধরে সূর্যের মধ্যে থাকছে। ভগবানকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে তোমাদেরকেও’। এছাড়া তিনি আরও লিখেছেন,’ সম্প্রতি আমি একটা সাক্ষাৎকারেও জানিয়েছি যে আমার শরীর এখন ১০০ শতাংশ দিতে পারবে না। তবে সেটা যাতে দ্রুত কাটিয়ে উঠতে পারি তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। যাতে আমি আবার আমার ১০০ শতাংশ দিতে পারি’।
অমর কৌশিকের ভেড়িয়া ছবির প্রচারে এসে অভিনেতা জানান তার শারীরিক অসুস্থতার কথা। তারপর থেকে কার্যত বিশ্রামে রয়েছেন তিনি। সেইভাবে দেখাও যাচ্ছে না ছবির প্রচারের কাজে। তবে স্বশরীরে উপস্থিত থাকতে না পেরেও চালিয়ে যাচ্ছেন ছবির প্রচারের কাজ। ক্রিয়েচার কমেডি ঘরানার এই ছবিতে বরুন ছাড়াও দেখা যাবে কৃতি সানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক ব্যানার্জিকে।