Home Entertainment Maya Ghosh death: না ফেরার দেশে নান্দীকার দাপানো অভিনেত্রী! চলে গেলেন মায়া ঘোষ

Maya Ghosh death: না ফেরার দেশে নান্দীকার দাপানো অভিনেত্রী! চলে গেলেন মায়া ঘোষ

by Arpita Sardar

মহানগর ডেস্ক: আবার বাংলা থিয়েটার জগতে নক্ষত্র পতন। চলে গেলেন প্রবীন অভিনেত্রী মায়া ঘোষ। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন তিনি। অবশেষে শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৯ বছর।

সূত্রের খবর, বয়সের ভার তাঁকে একাধিক বার্ধক্য জনিত অসুখে কাবু করে দেয়। শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে শনিবার সন্ধ্যে ৭ টা ৪৫ নাগাদ হৃদরোগ কেরে নেয় তার প্রাণ।

প্রথমে পাড়ার থিয়েটার দিয়েই মঞ্চাভিনয় শুরু মায়ার। এরপর উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে তাঁর প্রথম বড় মঞ্চে হাতেখড়ি। তবে নাটকের নির্যাস আস্বাদন করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে। অজিতেশ নান্দীকার দল গঠনের পর তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতালি বিদ্রোহ’, পিরানদেল্লোর নাটক, চাকভাঙা মধু এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’র মতো একাধিক জনপ্রিয় নাটকে মঞ্চ মাতিয়েছেন মায়া দেবী। ‘বেলা অবেলার গল্প’ (১৯৮৭ সাল) নাটকে অভিনয় করে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার ছিনিয়ে নেন তিনি। পরে নান্দীকার থেকে বেরিয়ে এসে তিনি একাধিক থিয়েটার ওয়ার্কশপে কাজ করেছেন।

শেষযত্রায় আজ অ্যাকাডেমি চত্বরে তাঁর দেহ শায়িত রাখা হয়েছে। নাট্যজগত, পরিবার পরিজন সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দেবে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ।

You may also like