মহানগর ডেস্ক : বলিউডের এই প্রজন্মের তারকাদের মধ্যে অন্যতম নাম ভিকি কৌশল। সম্প্রতি নিজের ছবির কাজে কলকাতাতেও এসেছিলেন তিনি। এছাড়া দেখতে দেখতে বলিউডে ৭ বছর কাটিয়ে ফেললেন ভিকি। তার মহিলা ভক্তের সংখ্যাও নেহা কম নয়। তবে বলিউডের এই অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক বহু তরুণীর ঘুম কাড়লেও হৃদয় ভেঙেছেন অনেকের। গত বছর ডিসেম্বরে ছাদনা তলায় বসেছিলেন বলিউডের অন্যতম সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে। চোখের জলে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বহু তরুণী। তবে বলিউড টিকে থাকার জন্য এবং নিজের ক্যারিয়ারগ্রাফকে বাড়ানোর জন্য মাঝেমধ্যেই বড় বড় সুপার স্টারদের থেকে টিপস নিয়ে থাকেন তিনি। সেটা কখনো প্রকাশ্যে আবার কখনো পরোক্ষভাবে।
এক সাক্ষাৎকারে ভিকি নিজেই জানালেন স্বয়ং কিং খানের থেকে এমন একটা টিপস তিনি নিয়েছেন যা তিনি সারা জীবন মনে রাখতে চান। নিজের পরবর্তী ছবি গোবিন্দা মেরা নামের প্রচারে এসে ভিকিকে মুখোমুখি হতে হয় সাংবাদিকদের। সেখানেই তিনি জানান,’ ছবির আলাদা আলাদা ব্যাকরন রয়েছে। সেগুলি মেনে ছবি করতে হয়। তাহলেই সাফল্য আসে’। সামান্য থেমে তিনি আরো বলেন,’ পরিচালকেরা এই ব্যাকরণটা ভীষণ ভালো বোঝেন তাদের কথা এবং ছবির কথা মাথায় রেখে যদি এই কথাগুলো শোনা যায় তাহলে তুমি তোমার কাজ করেও আনন্দ পাবে। অন্তত মনে হবে তুমি তোমার সবটুকু দিয়ে কাজ করেছ’। আর এই টিপ তাকে দিয়েছেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান।
পাশাপাশি ছবির প্রচারে এসে তিনি এও বলেন তার ক্যারিয়ারের এক অন্যতম ছবি গোবিন্দা মেরা নাম। শুধু তাই নয় এই ছবির মধ্যে নিয়ে যেন নতুন করে তিনি ভিকিকে খুঁজে পেয়েছেন। এমন চরিত্রও তিনি নাকি আগে করেননি। যে কারণে ছবির মুক্তির জন্য বেজায় উৎসাহী ভিকি। উল্লেখ্য শশাঙ্ক খৈতান পরিচালিত গোবিন্দা মেরা নাম মুক্তি পাবে ১৬ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে। ছবিতে একজন কোরিওগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি, যিনি সমাজে প্রতিষ্ঠা পেতে চাইছেন। অন্যদিকে সব সময় মুখ ঝামটা খেতে হয় তার বউ গৌরীর( ভূমি পেডনেকর) কাছে। আবার তার একজন গার্লফ্রেন্ড রয়েছে যা চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদবানী।