মহানগর ডেস্ক : বুধবার কলকাতায় শেষ হলো শ্যাম বাহাদুর ছবির সিডিউল। এই ছবির জন্য বেশ কিছুদিন কলকাতাতেই থাকতে হয়েছিল অভিনেতাকে। ঠিক তার একদিন পরেই বড়সড়ো আপডেট দিলেন অভিনেতা। নিজেই নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ছবির প্রথম ঝলক। এলফিল্ড মার্শাল শ্যাম মানিকেসের জীবনের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে শ্যাম বাহাদুর। সেখানে অভিনেতাকে তার সহকর্মীদের মাঝ বরাবর হেঁটে যেতে দেখা গেল।
যদিও গোটা ভিডিওতে এক মুহূর্তের জন্য দেখা যায়নি ভিকির মুখ। তবে তার হাঁটা দেখেই মুগ্ধ অনুরাগীরা। তবে এই ছবির আজকের দিনে সামনে আসার আরেকটি বিশেষ কারণ হলো আজকের থেকে ঠিক এক বছর পর ১ ডিসেম্বর মুক্তি পাবে শ্যাম বাহাদুর। উড়ি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক এর পর আরো একবার খাকি পোশাকে দেখা যাবে ভিকি কৌশলকে। গুলজার পরিচালিত এই ছবিতে ভিকির পাশাপাশি দেখা মিলবে ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে। অর্থাৎ আমিরের দুই দঙ্গল গার্ল আবার একসঙ্গে এক ছবিতে। সানিয়াকে দেখা যাবে শ্যামের চরিত্রে। এবং ফাতিমাকে দেখা যাবে ইন্দিরা গান্ধির চরিত্রে।
ছবির স্বার্থে ব্যারাকপুর সেনা ছাউনি ফোর্ট উইলিয়ামে কড়া নিরাপত্তার মধ্যে শুটিং সেরেছেন অভিনেতা। ব্যারাকপুর আর্মি বেস ক্যাম্প থেকে বাংলো শ্যাম বাহাদুরের ছবির সেট তৈরি হয়েছিল। তবে কলকাতায় ছবির শুটিং শেষ হলেও এরপর উড়ে যাবেন উটিতে।
উল্লেখ্য ১৯৭১ সালে ভারতর যুদ্ধের সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন মানিকেশ। তার নেতৃত্বেই একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছিল ভারত, তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সহকর্মীদের কাছে শ্যাম পরিচিত ছিলেন শ্যাম বাহাদুর নামে। ২০১৯ সালে এই ছবির প্রথম ঘোষণা করেছিলেন মেঘনা গুলজার। যদিও তারপর অতিমারির সময় এই ছবির কাজ অনেকটাই পিছিয়ে যায়। অবশেষে শুরু হয়েছে ছবির কাজ।