মহানগর ডেস্ক: তাঁকে খুন করতে চায় স্ত্রী! (Wife Tries To Kill) আমাকে রক্ষা করুন। এমন কাতর আর্জি জানিয়ে খোদ প্রধানমন্ত্রীর দফতরে চিঠি (Victim Husband Sent Letter To PMO) লিখলেন বেঙ্গালুরুর এক বাসিন্দা। চিঠিতে তিনি লিখেছেন, স্ত্রীর হামলার হাত থেকে বাঁচতে তিনি সুরক্ষা চান। যদুনন্দন আচার্যের তাঁর দাবি স্ত্রী তাঁকে প্রতিদিনই মারধর করেন। খুনেরও হুমকি দিয়েছেন স্ত্রী। তাঁকে ছুরি দিয়ে আক্রমণও করেছিল স্ত্রী। তাতে তাঁর শরীরে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। নিজের লেখা সেই চিঠি তিনি টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন যদুনন্দন। চিঠিটি বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে ট্যাগও করেছেন। লিখেছেন তিনি যেহেতু একজন পুরুষ তাই কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
তাঁর প্রশ্ন, এই নারী শক্তি নিয়েই কী তাঁরা গর্ববোধ করেন? না, এমন নারীশক্তি নিয়ে মোটেই গর্ব করা যায় না। স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক হিংসার মামলা দায়ের করা যায় কিনা, তা জানতে চেয়েছেন যদুনন্দন। টুইটার হ্যান্ডেলে কাতর আর্জি মাখা চিঠি শেয়ার করার পর অনেকেই সহানুভূতি জানিয়েছেন তাঁকে। তবে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর চিঠির কোনও জবাব পেয়েছেন কিনা, তা জানা যায়নি। তবে যদুনন্দন একাই নন। স্ত্রীর হাতে নির্যাতনের খবর মাঝেমাঝেই পাওয়া যায়। কোনও কোনও ক্ষেত্রে নির্যাতনে স্ত্রীর সঙ্গে সামিল হন ছেলেমেয়েরাও। পশ্চিমবঙ্গে স্ত্রীর অত্যাচার থেকে বাঁচার জন্য পতি বাঁচাও সমিতিও তৈরি করা হয়েছে। আবার কোনও কোনও ক্ষেত্রে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে নিগ্রহ,হেনস্থা করা হয় স্বামীকে। এছাড়া খুনের ঘটনাও মাঝেমধ্যে সংবাদপত্রে দেখা গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের নানা রাজ্যে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে।