Home Featured Viral video: আগ্নেয়াস্ত্রসহ সোশ্যাল মিডিয়ায় ভিডিও, গ্রেফতার অভিযুক্ত

Viral video: আগ্নেয়াস্ত্রসহ সোশ্যাল মিডিয়ায় ভিডিও, গ্রেফতার অভিযুক্ত

by Anamika Nandi
Viral video: আগ্নেয়াস্ত্রসহ সোশ্যাল মিডিয়ায় ভিডিও, গ্রেফতার অভিযুক্ত

মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভয়ানক ভিডিও। হাতের আগ্নেয় অস্ত্র বোমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুমকির ভিডিওটি মালদহ থেকে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখিনি মহানগর ২৪x৭। যেখানে দেখা গিয়েছে এক হাতে আগ্নেয় অস্ত্র, আরেক হাতে বোমা। ভিডিওতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদীরা আমাকে কোনও ভাবেই আক্রমণ করতে পারবে না’। ইতিমধ্যেই জানা গিয়েছে, গ্রেফতার হয়েছেন ভিডিওর ব্যক্তি।

ভিডিওটি সামনে আসতেই দেখা গিয়েছে এক ব্যক্তি, তাঁর কাছে মজুত করা সমস্ত আগ্নেয়াস্ত তুলে তুলে দেখিয়েছে। সঙ্গে বলেছেন সন্ত্রাসবাদীরা কোনও ভাবেই তাঁকে আক্রমণ করতে পারবে না। তিনি জানান, আমায় যদি আক্রমণ করতে আসে তাদের আমি ঝাঁজরা করে দেব। এর পরই প্রশ্ন ওঠে, কে এই ব্যক্তি? সোশ্যাল মিডিয়ায় এসে এতগুলি আগ্নেয় অস্ত্র দেখালেন কেন? এছাড়াও প্রশ্ন উঠছে তার কাছে আগ্নেয় অস্ত্র, তাজা বোমা এল কি করে?

ভিডিওতে আরও বলা হয়েছে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে, এক এক করে সকলকে শেষ করব। যে সামনে আসবে তাকে শেষ করব। যদি সংবাদমাধ্যম সামনে আসে তাহলে তাকেও শেষ করে দেব। পাশাপাশি তিনি জানিয়েছেন, আমি সকলকে জানিয়েছি আগ্নেয় অস্ত্র রাখার কথা। সেটা আমি প্রশাসনকেও জানিয়েছি। আমার কাছে আগ্নেয় অস্ত্র রয়েছে সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছি।

You may also like