Home International VIETNAM TOUR: মাত্র ৯ টাকাতেই ভিয়েতনাম ভ্রমণ , বিদেশ ভ্রমণ হাতের মুঠোয়

VIETNAM TOUR: মাত্র ৯ টাকাতেই ভিয়েতনাম ভ্রমণ , বিদেশ ভ্রমণ হাতের মুঠোয়

by Arpita Sardar

মহানগর ডেস্ক : ভ্রমণ পিপাসু দের বেড়াতে যাওয়ার জন্য ভিয়েতনাম এক লোভনীয় নাম | তবে ভারতের বাইরে যেতে হলে ভ্রমণ প্রিয়দের তো পকেটের দিকেও তাকাতে হয় | তাই অনেক ক্ষেত্রেই সেসব ইচ্ছে শিকেয় তুলে রাখতে হয় | তবে এবার এসে গেল ইচ্ছেপূরণের দিন | মাত্র ৯ টাকাতেই ভিয়েতনাম ভ্রমণের সুযোগ |

এমন দুর্দান্ত অফার নিয়েই হাজির ভিয়েতনাম বিমান সংস্থা ভিয়েতজেট এয়ার | নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে এই সংস্থা |

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত থেকে ভিয়েতনাম যাওয়ার বিমান ভাড়া ৯ টাকা| এই অফার চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত| তবে টিকিট কেটে নিতে হবে সপ্তাহের বুধ, বৃহস্পতি অথবা শুক্রবার | টিকিটের ক্ষেত্রে এয়ারপোর্ট ট্যাক্স এবং সারচার্জ থাকবে আলাদা | ভারতের যে কোনও শহর থেকে ভিয়েতনামের যে কোনও শহরে যেতেই টিকিটের ক্ষেত্রে এই নিয়ম |

ভিয়েতনাম এবং ভারত দুই দেশের ক্ষেত্রেই সরকারি ছুটি এবং পিক ট্রাভেল সিজন বাদ দিয়ে তবেই এই অফার চালু থাকবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে | পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে কোনও ব্যক্তি একবার এই টিকিট কেটে ফেললে তাঁকে আর ওই টিকিটের টাকা রিফান্ড করা যাবে না | যাত্রীরা নিজেদের ক্রেডিট কার্ড মারফত এই টিকিট কাটতে পারবেন বলে জানানো হয়েছে |

ভিয়েতনাম ভ্রমণের অন্যতম স্থান ফু কিউক দ্বীপ | এই জায়গায় যেতে হলে ৩০ দিনের জন্য ভিসায় ছাড় থাকবে | তবে এক্ষেত্রে কোভিড প্রোটোকল মানতে হবে বলে জানানো হয়েছে |

You may also like