Home Entertainment Vijay Deverakonda : ইডির দপ্তরে বিজয় দেবারকোন্ডা, চলো ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

Vijay Deverakonda : ইডির দপ্তরে বিজয় দেবারকোন্ডা, চলো ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বুধবার থানায় হাজিরা দিতে হয়েছিল দক্ষিণে তারকা বিজয় দেবারকোন্ডাকে। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে টানা জিজ্ঞাসা বাদ ইডির তরফে। বিজয়ের দাবি খ্যাতি বাড়লে এসব জীবনের অংশ হয়ে যায়।

এই বছরই আগস্ট মাসে মুক্তি পেয়েছিল দীর্ঘ প্রতীক্ষিত ছবি লাইগার। যার মাধ্যমে বলিউডে ডেভিউ করেছিলেন দক্ষিণী এই তারকা। একই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অনন্যা পান্ডে। তবে এই ছবি নিয়ে যতটা উচ্ছাস ছিল মুক্তির পর তার অর্ধেকের উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়নি হল গুলিতে। উল্টোদিকে কয়েক মাস যেতে না যেতেই আইনি সমস্যায় পড়েছেন অভিনেতা।

সূত্রের খবর অনুযায়ী ছবিটি বানাতে খরচ হয়েছিল ১০০ কোটি টাকা। যা অবৈধ টাকা হিসেবে অভিযোগ উঠেছে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতাদের থেকে শুরু করে নায়ক অভিনেত্রী সবার কাছে তলব যাই ইডির। তবে জিজ্ঞাসার পর অবশ্য ফুরফুরে মেজাজে অভিনেতা। জানিয়েছেন,’ জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে এ ধরনের সমস্যা জীবনে আসবে পার্শ্ব প্রতিক্রিয়ার মত এটাও একটা অভিজ্ঞতা আমাকে যখন ডাকা হয়েছে তখন এসে দায়িত্ব পালন করা আমার কর্তব্য যা জিজ্ঞাসা করা হয়েছে আমি উত্তর দিয়েছি।
আমাকে আর ডাকবে না’।

নায়িকার ছবির প্রযোজক চার্মে কউরকে ডাকা হয়েছিল ১৭ নভেম্বর। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন ভঙ্গ করার অভিযোগ এসেছিল ছবির বিরুদ্ধে। সন্দেহ করা হয়েছিল বৈদেশিক মুদ্রায় এই ছবি বানানো হয়েছে।

You may also like