মহানগর ডেস্ক : ৭৭ বছর বয়সেই সব লড়াই শেষ করে না ফেরার দেশে বিক্রম গোখেল। চিকিৎসার জন্য দীর্ঘ ১৭ দিন ভর্তি ছিলেন পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে। মাঝে চিকিৎসায় ছাড়া দিলেও আচমকা চিকিৎসায় অবনতি ঘটতে থাকে তার। যে কারণে ভেন্টিলেশন থেকে বার করার কথা থাকলেও তাকে বের করেননি চিকিৎসকেরা।
হাসপাতালে পি আর ও সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এমনকি তিনি নিজে এই খবরের সত্যতা জাহির করেছেন। একই সঙ্গে জানা গিয়েছে বিকেল চারটে নাগাদ তার মরদেহ নিয়ে যাওয়া হবে বালগন্ধর্ব রঙ্গমন্দিরে। এখানেই হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া।
দীর্ঘদিন ধরে বলিউড এবং মারাঠি ছবি জগতে অত্যন্ত পরিচিত মুখ বিক্রম। তবে তার অভিনয় দক্ষতা নজর করে হাম দিল দে চুকে সানাম ছবিতে ঐশ্বর্য রায়ের বাবার চরিত্রে অভিনয় করে। এছাড়াও একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে। থিয়েটার দিয়ে জীবন শুরু করেও ছবির জগতে কৃতিত্বের ছাপ রেখেছেন তিনি।