মহানগর ডেস্ক : বর্ষিয়ান অভিনেতা বিক্রম গোখলে সাড়া দিচ্ছেন না চিকিৎসায়। শুধু তাই নয় তার অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক। গতকাল রাত্রে অচৈতন্য অবস্থায় পুনের এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যত রাত বাড়তে থাকে আচমকা তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশাল মাধ্যমে। তবে তিনি জীবিত রয়েছেন। জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। শুধু তাই নয় জানিয়েছে তার পরিবারও। ভুয়ো মৃত্যুর খবরে যথেষ্ট বিরক্ত গোখলে পরিবার।
তবে ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে অভিনেতার। সাড়া দিচ্ছেন না চিকিৎসাতেও। আই সি ইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে তাকে। কোনরকম আশার আলো দেখছেন না চিকিৎসকেরাও। অভিনেতা স্ত্রী জানিয়েছেন তার স্বামীর এই অবস্থার কথা। গত ২৪ ঘন্টা ধরে ডাক্তারেরা যাবতীয় চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছেন।
এমনকি তার মেয়ে নেহা গোখলে জানিয়েছেন তার বাবা এখনো জীবিত রয়েছেন। লাইফ সাপোর্টার দেওয়া হচ্ছে তাকে। যেন তিনি জীবিত থাকেন। সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।পাশেপাশি তিনি এও জানিয়েছেন কেউ যেন কোনরকম গুজব না ছড়ায় তার বাবার বিরুদ্ধে। সব তারা নিজেরাই জানিয়ে দেবেন সংবাদ মাধ্যমকে।
উল্লেখ্য মারাঠি থিয়েটার দিয়ে যাত্রা শুরু করে বলিউডের একাধিক ছবিতে নজর কেড়েছেন বিক্রম। বিশেষ করে হাম দিল দে চুকে সানামে ঐশ্বর্য রায়ের বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুরিয়েছিলেন। একই রকম ভাবে ভুলভুলাইয়া, দে দানা দান, আঘাত একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মিশন মঙ্গল, হিচকি, আইয়ারী ,ব্যাং ব্যাং ,অগ্নিপথের মতো ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে।