Home Entertainment Vikram Gokhale : আগের চেয়ে সুস্থ বিক্রম, সাড়া দিচ্ছেন চিকিৎসাতেও, দাবি চিকিৎসকদের

Vikram Gokhale : আগের চেয়ে সুস্থ বিক্রম, সাড়া দিচ্ছেন চিকিৎসাতেও, দাবি চিকিৎসকদের

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ধীরে হলেও অল্প অল্প করে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখেল। ধীরে ধীরে হচ্ছে স্বাস্থ্যের উন্নতি। দীর্ঘ ১৬ দিন ধরে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও বুধবার মাঝরাতে আচমকা রটে গিয়েছিল তার মৃত্যুর খবর। একাধিক অভিনেতা থেকে সংবাদমাধ্যম প্রকাশ করেছিলেন তারকার উদ্দেশ্যে। তবে সে খবর পুরোপুরি রটনা। দাবি করেছিলেন তার পরিবার। অভিনেতা স্ত্রী এবং কন্যা টুইট করে জানিয়ে দিয়েছেন তাদের প্রিয়জন আপাতত ভেন্টিলেশনে রয়েছেন। লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে তাকে। এবং তিনি জীবিত। পাশাপাশি এও জানিয়েছেন বিভ্রান্তিকর খবর যেন কেউ না ছড়ান।

হাম দিল দে চুকে সানাম ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন এর বাবার চরিত্রে অভিনয় করে প্রচারের খ্যাতি অর্জন করেন বিক্রম। মারাঠি ছবিতে অভিনয় করলেও বলিউডে তার একাধিপত্য লক্ষণীয়। দিল সে, ভুলভুলাইয়া, হিচকি, মিশন মঙ্গল একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বিক্রম।

১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে পরওয়ানা ছবিতে প্রথম বিক্রম। এখনো পর্যন্ত নিকম্মা ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছে তাকে। যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শিল্পা শেট্টি এবং অভিমন্যু দাসানি।

You may also like