Home Entertainment Vikram Gokhale : মারা যাননি বিক্রম গোখলে, রয়েছেন লাইফ সাপোর্টে জানালো পরিবার

Vikram Gokhale : মারা যাননি বিক্রম গোখলে, রয়েছেন লাইফ সাপোর্টে জানালো পরিবার

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গতকাল অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ছিলেন বলিউড এবং মারাঠি অভিনেতা বিক্রম গোখলে। শুরু থেকেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। তবে যত রাত বাড়তে থাকে ততই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। শুধু তাই নয় টুইটারের মাধ্যমে একাধিক সহকর্মী এএনআই এবং পিটিআই এজেন্সির তরফ থেকে জানানো হয় বর্ষিয়ান এই অভিনেতা মারা গিয়েছেন। যদিও পরবর্তীকালে জানা যায় সেই খবর ভুয়ো।

খবর জানাজানি হতেই তার পরিবার নিয়েছেন পদক্ষেপ। এএনআই এবং পিটিআইয়ের মতো এজেন্সিকে তার মেয়ে এবং স্ত্রী জানিয়েছেন অভিনেতা এখনো হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ক্রিটিকাল কেয়ারে লাইফ সাপোর্টের মাধ্যমে রয়েছেন তিনি। তবে তিনি জীবিত রয়েছেন। এমনকি হাসপাতাল সূত্রেও তেমনটাই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই অভিনেতার ভুয়ো মৃত্যুর খবরে ক্ষুব্ধ পরিবারের লোকেরা।

উল্লেখ্য মারাঠি থিয়েটার দিয়ে যাত্রা শুরু করে বলিউডের একাধিক ছবিতে নজর কেড়েছেন বিক্রম। বিশেষ করে হাম দিল দে চুকে সানামে ঐশ্বর্য রায়ের বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুরিয়েছিলেন। একই রকম ভাবে ভুলভুলাইয়া, দে দানা দান, আঘাত একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মিশন মঙ্গল, হিচকি, আইয়ারী ,ব্যাং ব্যাং ,অগ্নিপথের মতো ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে।

You may also like