মহানগর ডেস্ক: দেওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে উৎসব চেহারা নিল বিভীষিকার। দেওয়ালিতে গুজরাতের ভদোদরায় বাজি পো়ড়ানো নিয়ে (Violence For Cracker Bursting) দুই গোষ্ঠীর মধ্যে সঙ্ঘর্ষ হিংসাত্মক চেহারা নেয়। ক্রুদ্ধ জনতা সম্পত্তি নষ্ট করে। রাস্তায় দাঁড় করানো গাড়িগুলিতে ভাঙচুর করে। বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ (Electric Lines Cut)। যাতে সিসিটিভিতে হিংসার ঘটনা না ওঠে। হামলাকারীদের শনাক্ত না করার জন্যই এই ঘটনা ঘটানো হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ (Police Started Investigation) । হামলাকারীদের ধরতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
হামলা চলাকালীন পেট্রোল বোমাও ছোড়া বলে জানিয়েছে পুলিশ। হিংসার ঘটনায় এ পর্যন্ত সতেরোজনকে গ্রেফতার হওয়া হয়েছে। জানা গিয়েছে দু পক্ষই বাজি পোড়ানো নিয়ে পরস্পরকে টেক্কা দিতে একেরপর এক বাজি ফাটাতে শুরু করে। এমনকী দুপক্ষই পেট্রোল বোমাও ছোড়ে বলে খবর। ঘটনায় কারা কারা জড়িত, তা খুঁজে বার করতে কাছাকাছি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এক পুলিশ কর্তা জানিয়েছেন পেট্রোল বোমা ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই দুই গোষ্ঠীর মধ্যে বাজি পোড়ানো নিয়ে ঝামেলা বাধে। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে পাথর ছোড়ার ঘটনায়। দু পক্ষই পরস্পরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পাথর ছোড়া হয় বাড়ি, দোকানে। হিংসার হাত থেকে রক্ষা পায়নি রাস্তায় দাঁড় করানো গাড়িগুলিও। সূত্রের খবর, উত্তেজিত জনতা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনায় ভদোদরায় প্রবল উত্তেজনা শুরু হয়েছে। চলছে পুলিশ টহল।