মহানগর ডেস্ক: রীতিমতো ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। ছাদনাতলায় পাত্র ও পাত্রীকে নিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণ চলছে। পাত্রকে শাঁখ বাজিয়ে বরণ করা হয়েছে। উলু থেকে মালাবদল, চিরাচরিত বিয়েতে যা যা হয় সব কিছুই হচ্ছে। পাত্র বা পাত্রীর নাম শেরু ও সুইটি (Viral Dog Marriage)। পাত্র ও পাত্রীকে (Bride And Groom) গায়ে হলুদও হচ্ছে। বিয়েতে আমন্ত্রিত শ খানেক মানুষ। ঢোল বাজছে। অতিথিদের অনেকেই নাচ করছেন। তোলা হচ্ছে ছবিও (Dog Photos)। ভিয়েনঘর থেকে লুচি,পুরি ভাজার গন্ধ হাওয়ায় ভেসে আসছে। সেখানেও তাড়াহুড়ো চলছে। বিয়ের অনুষ্ঠান মিটলে সবাই কব্জি ডুবিয়ে খাবেন। অনুষ্ঠানের ফাঁকে গল্পগুজব, হাসি ঠাট্টা,কফির কাপে চুমুক চলছে। অতিথিরা উপহারও নিয়ে এসেছেন। সবমিলিয়ে গুরুগ্রামের (Gurgaon) জিলে সিং কলোনিতে জমজমাট এক বিয়ে বাড়ির আসর। কিন্তু গায়ে হলুদ, মালা বদল হল তারা কিন্তু মানুষ নয়। কুকুর। দুই কুকুরেরই এই বিয়ে হল সেখানে ( Marriage Of Dogs) । একেবারে বিয়ের চিরাচরিত নিয়ম মেনে।
মেয়ে কুকুরের অভিভাবিকা সবিতা ওরফে রানি জানালেন তিনি পোষ্যকুকুর খুব ভালোবাসেন। স্বামী-স্ত্রী মিলে পোষ্যদের ভীষণ যত্ন নেন। তাঁদের কোনও সন্তান নেই। সুইটি তাদের মেয়ে। দারুণ আদরের। অনেকেই বলেছিল সুইটির একটা বিয়ে দিতে। এনিয়ে স্বামীর সঙ্গে তাঁর আলোচনা হওয়ার চারদিনের মাথায় বিয়েটা ঠিক হয়। বিয়েতে মেয়ের বিয়েতে যা যা নিয়ম মানার, তা মেনে বিয়েটা হয়েছে। পাত্র শেরুর মালকিন মানিতা জানান, শেরুকে নিয়ে আট বছর ধরে থাকছেন। শেরুকে তাঁরা নিজেদেরর ছেলের মতোই বড় করে তুলেছেন। ওর বিয়ে দেওয়া নিয়ে পড়শিদের সঙ্গে আলাপ আলোচনার পরই তাঁরা শেরুকে বিয়ে দেওয়ার ব্যাপারে সিরিয়াস হয়ে ওঠেন। মানিতা জানান কুকুরের মালিকেরা এই বিয়েকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিয়েতে যা যা হয়ে থাকে,তাই করা হয়েছে। শুধু পাত্র বা পাত্রী মানুষ নয়। তারা কুকুর। মোট একশোজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। পঁচিশটি কার্ড ছাপানো হয়েছে। বাকিদের অনলাইনে নেমতন্ন করেছি। কেউ কেউ এই ব্যাপারটা পছন্দ করেন। কেউ আবার করেন না। তাঁরা অবশ্য তা নিয়ে ভাবিত নন। তাঁদের যা মনে হয়েছে,তাই করেছেন। তাঁর সুরে সুর মিলিয়ে পাত্রীর মা সবিতা জানান তাঁরা নিঃসন্তান এবং সুইটির বিয়ে দেওয়ায় তাঁর স্বামীও ভীষণ খুশি।