Home Lifestyle Viral Quick Tips : তালা রয়েছে অথচ চাবি হারিয়ে ফেলেছেন? চিন্তা নেই এই সহজ উপায় জেনে রাখুন

Viral Quick Tips : তালা রয়েছে অথচ চাবি হারিয়ে ফেলেছেন? চিন্তা নেই এই সহজ উপায় জেনে রাখুন

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : আমাদের বাড়িতে এমন সব সময় কিছু না কিছু পাওয়া যায় যেটার জোড়া জিনিস নেই। অর্থাৎ করা রয়েছে তার চাপা নেই, বোতল রয়েছে তার ঢাকনা নেই। স্বাভাবিক ভাবি সেগুলি খরচের খাতায় নাম তোলে। আবার কোন কোন জিনিস এতটাই প্রিয় হয়ে যায় যে সেগুলি ফেলে দিতে মন চায় না। তেমনই এক অদ্ভুত জিনিস আমাদের বাড়িতে থাকে। সেটি হল তালা। তালা রয়েছে অথচ তার চাবি হয়তো কোন এক কালে হারিয়ে গিয়েছে। কিন্তু সেটা ফেলেও দেওয়া যাচ্ছে না। এক সহজ উপায়। চোখের পলকে চাবি ছাড়াই তালা খুলে ফেলবেন আপনি। ভাবছেন এত বড় পেশাদারির কাজ। মোটেই না। জেনে রাখুন এই সহজ উপায়।

চাবি হারানোর ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই কোন না কোন ভাবে ঘটে। তবে তার জন্য প্রয়োজন একটু সময়ের। তাহলে নিজেই নিজের কাজ করে ফেলতে পারবেন। সোশ্যাল মাধ্যমে এমন এমন কিছু কিছু টিপস আমরা দেখতে পাই যেগুলি অনেক সময় আমাদের বেশ কাজে লাগে। তেমনই এটি একটি ভাইরাল টিপস। এর জন্য প্রয়োজন এক বাক্স দেশলাই।

প্রথমে দেশলাই কাঠিগুলো ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন বারুদ সমেত একটি কাঠি রাখতে হবে। সেটি পরে কাজে লাগবে। এবার সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়ার পর সেই বারুদগুলি একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে। এবার কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে। ওই ফুটোর মধ্যে আস্ত একটি দেশলাই কাঠি গুজে দিতে হবে।

তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে। এরপরে গোটা দেশলাই কাঠিটির বারুদের আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাবার পর আগুন আস্তে আস্তে কাঠের নিচের দিকে ছড়িয়ে পড়বে। শেষে গিয়ে তালার ভেতরে পৌঁছবে যেখানে গুঁড়ো গুঁড়ো বারুদ রয়েছে। এই সময় তালা থেকে নিরাপদ দূরত্বে থাকুন আপনি কারণ হালকা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে। এরপর তালা খুলে যাবে।

তবে মনে রাখতে হবে এর দ্বারা কেবলমাত্র ছোট থেকে মাঝারি তালা খোলা সম্ভব। বড়তালা খুলতে অবশ্যই আপনাদের পেশাদার কারো সাহায্য নিতে হবে।

You may also like