মহানগর ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়ার বিরাট কোহলি। দেখতে দেখতে আরো একটি বসন্ত পার করে ফেললেন তিনি। আজ শুভ জন্মদিন বিরাটের। স্বাভাবিকভাবে সকাল থেকে তার সোশ্যাল মাধ্যম ভরে গিয়েছে নানা ধরনের শুভেচ্ছা বার্তায়। অনুগামীরা তো বটেই তার টিমমেট বিভিন্ন দেশের খেলোয়াড় প্রত্যেকেই শুভেচ্ছা ভাসিয়েছেন রান চেজারকে। ৩৪ বছরে পা দিলেন তিনি। তবে ক্রিকেটের মতই তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ অনুষ্কা। আর এই ক্রিকেটের ময়দান পর্যন্ত সাক্ষী থেকেছে তাদের প্রেমের।
এক শ্যাম্পুর বিজ্ঞাপনে দেখা হয় তাদের। সবে ক্রিকেটের দুনিয়ায় ঢুকেছেন বিরাট কোহলি। অন্যদিকে অনুষ্কাও বলিউডে ধীরে ধীরে পাড়ি জমাচ্ছেন। এর মাঝেই এক বিজ্ঞাপনে দুজনের এক সঙ্গে কাজ করার সুযোগ আসে। সেখানেই প্রেমে পড়ে নাকি অপরের। তবে প্রথমে যদিও লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে মানতে চায়নি কেউ।
তারপর ধীরে ধীরে সম্পর্ক বন্ধুত্ব থেকে গড়ায় অন্যদিকে। দীনেশ কার্তিককেই প্রথম জানিয়েছিলেন কোহলি প্রেমে পড়েছেন তিনি। আর এবারের প্রেমটা একদম সিরিয়াস। অপরপক্ষ অনুষ্কা শর্মা। তবে ক্রিকেটের পিচ থেকে নিজেদের সম্পর্ককে করেছিলেন আড়াল। কারণ জানতেন খেলায় একটু এদিক ওদিক হলেই দোষ পড়তে পারে অপরজনের ঘাড়ে।
মাঝখানে ভেঙ্গে গিয়েছিল সম্পর্ক। মন ভেঙে গিয়েছিল তাদের অনুরাগীদের। শেষ পর্যন্ত সলমান খানের সাহায্যে পুনরায় জোড়া লাগে তাদের সম্পর্ক। আর সেই জোর এতটাই ছিল যে সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। ইতালির আঙুর বাগানে বসেছিল তাদের বিয়ের আসর।
তারপর তাদের প্রেমের সাক্ষী থেকেছে প্রত্যেকে। সোশ্যাল মাধ্যমে অনবরত একে অপরের পাশে দাঁড়ানো। গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে একে অপরকে সাপোর্ট করা। সবকিছুর মধ্যে বারবার জিতে গিয়েছে তাদের প্রেম।